বিদ্যমান সিরিজের নতুন স্মার্টফোনের পাশাপাশি ফোল্ডেবল ফোন উন্মোচনের পরিকল্পনা করছে রিয়েলমি, এমনটাই জানিয়েছেন রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট জু কি। এখন থেকে বছরে ২টি জিটি নিও সিরিজের মডেল উন্মোচন করা হবে।
জু কি বলেন, রিয়েলমি বর্তমানে ফোল্ডেবল ফোন তৈরিতে মনোযোগ দিচ্ছে। বাজেট স্মার্টফোনপ্রমীদের সাধ্যের মধ্যেই থাকবে।
জানা গেছে, চীনের এই প্রতিষ্ঠানের ফোল্ডেবল ডিভাইস তৈরির পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ বাজারে আসতে পারে তাও জানা সম্ভব হয়নি। ফিচার হিসেবে কি থাকতে পারে সে তথ্যও জানা যায়নি। ফোনটি নোটবুক নাকি ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইনে আসবে তাও বলা যাচ্ছে না।
ফোল্ডেবল ফোনের বাজারে একচেটিয়া ব্যবসা করছে স্যামসাং। ২০২১ সালে ফোল্ডেবল ফোন সেগমেন্টে ৯০ শতাংশ বাজার স্যামসাংয়ের দখলে ছিল। জনপ্রিয় হয়ে ওঠা ফোল্ডেবল সেগমেন্টে প্রবেশ করেছে শাওমি, অপো মতো চীনা ব্র্যান্ড। অ্যাপলও ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।
ইউরোপকে লক্ষ্য করে প্রবৃদ্ধির পরিকল্পনা করছে স্যামসাং। কাউন্টারপয়েন্টের গবেষণা অনুযায়ী, ২০২১ সালের তুলনায় চলতি বছর প্রতিষ্ঠানটি চার গুণ বেশি ভাঁজযোগ্য ডিভাইস রপ্তানির পরিকল্পনা করেছে।
উল্লেখ্য, ২০১১ সালে প্রথম ভাঁজযোগ্য ফোনের ধারণা নিয়ে আসে স্যামসাং। গ্যালাক্সি ফোল্ডের মাধ্যমে ভাঁজযোগ্য ফোনকে বাস্তবে রূপ দেয়। একমাত্র ভাঁজযোগ্য ফোন হিসেবে ২০১৯ সালে এই সিরিজের ফোন বাজারে নিয়ে আসে স্যামসাং। এর পরেই বাজারে আসে গ্যালাক্সি জেড ফ্লিপ।