দীর্ঘ অপেক্ষার পর শাওমির রেডমি নোট ১২ সিরিজের তিনটি স্মার্টফোন বাজারে এসেছে। নোট ১২, নোট ১২ প্রো এবং নোট ১২ প্রো প্লাস। প্রতিটি ফোনে ফাইভ-জি নেটওয়ার্কের সুবিধা রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে নোট ১২ প্রো প্লাস। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা।
রেডমি নোট ১২ প্রো প্লাসে রয়েছে এফ/১.৬৫ অ্যাপারচারসহ স্যামসাংয়ের এইচপিএক্স সেন্সরের ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এতে থাকা ১/১.৪-ইঞ্চি সেন্সর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে এবং ১২.৫ মেগাপিক্সেল পিক্সেল-বিনড ছবি তৈরি করে। সহায়ক লেন্স হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। সেলফি ক্যামেরার ওপরের অংশে থাকছে হোল-পাঞ্চ কাটআউট। এর ডিসপ্লে ডিসিআই-পি৩ কালার গ্যামট, এইচডিআর১০ প্লাস, ডলবি ভিশন এবং ওয়াইডভাইন এল১ সাপোর্টেট।
পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর, যা ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত।
পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪,৯৮০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শাওমির দাবি, ফোনটি চার্জ হতে সময় নেবে মাত্র ১৯ মিনিট।
ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ হাজার টাকা।