স্মার্টফোনের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় অ্যান্ড্রয়েড ফোন। তবে বিগত কয়েক বছর ধরে আইওএস-অ্যান্ড্রয়েড পাল্লা দিয়েই চলছে। এই তো ভারতে অ্যান্ড্রয়েড ফোনকে পেছনে ফেলে বিক্রির শীর্ষে উঠে এসেছে আইওএস অপারেটিং সিস্টেমের আইফোন ১৩। এমন তথ্যই জানিয়েছে প্রযুক্তির পণ্য গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ।
প্রকাশিত রিপোর্টে জানানো হয়, ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে ভারতের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন আইফোন ১৩। এই সময় বিক্রি হওয়া ১০০টি ফোনের মধ্যে ৪টি ছিল আইফোন ১৩। এদিকে ৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৩।
আইফোন ১৩ বেশি বিক্রি হওয়ার কারণ বছরের শেষ দিকে অনেক ই-কমার্স সাইটে সস্তায় ফোনটি বিক্রি করা। ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে। অনেকেই মনে করছেন এই সেলের কারণেই ফোনটি বিক্রি এতটা বেড়েছে।
আইফোন ১৩-তে রয়েছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ক্যামেরায় রয়েছে সিনেম্যাটিক মোড। এতে আছে অ্যাপলের তৈরি এ১৫ বায়োনিক প্রসেসর। ৬ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লেতেও রয়েছে বেশ পরিবর্তন, যা প্রায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল।