আমেরিকার লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস)। এটি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের বৈশ্বিক মঞ্চ। সারাবিশ্বের প্রভাবশালী প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স কোম্পানি এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকে। এবারের মেলায় তিন হাজার ১০০টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ১৭৩টিরও বেশি দেশের দেড় লাখ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী, প্রযুক্তিবিদ, কনজ্যুমার টেকনোলজি সরবাহকারী ও ডেভেলপার অংশগ্রহণ করেছে।
এবারের আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে অংশগ্রহণের সুযোগ হয়নি বিশ্বের অন্যতম প্রযুক্তি বান্ধব দেশ রাশিয়ার। মূলত ইউক্রেনের সাথে সংঘাতের কারণেই সিইএস-এ অংশ নিতে পারেনি দেশটি।
এই প্রদর্শনীর শীর্ষ আয়োজক কর্মকর্তা গ্যারি শ্যাপিরো বলেন, বর্তমান সময়ের কথা মাথায় রেখে রাশিয়ার কোম্পানিগুলোকে স্বাগত জানাতে অস্বীকার করছে এই আন্তর্জাতিক প্রযুক্তি মঞ্চ।
শ্যাপিরো আরও বলেন, বেশ কয়েকটি রুশ সংস্থা এই মেলায় অংশগ্রহণের আবেদন জানিয়েছিল। তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। রাজনীতি নয়, মানবিকতাকে সম্মান জানিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তবে দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি সত্ত্বেও সিইএস মঞ্চে যোগ দিয়েছে ইউক্রেন। চমকপ্রদ সব পণ্য নিয়ে সেখানে হাজির হয়েছে অনেক ইউক্রেনীয় টেক কোম্পানি।