এখনকার তরুণ প্রজন্ম স্মার্টফোন ছাড়া একটা দিনও কাটানোর চিন্তাও করতে পারে না। শুধু সময় কাটানো নয়, নানা কাজ করে স্মার্টফোন। ফোন ব্যবহার আরও সহজ করতে রয়েছে নানা গ্যাজেট। এমনই কয়েকটি গ্যাজেট সম্পর্কে জানুন।
পোর্টেবল চার্জারস বা পাওয়ার ব্যাংক
সারাদিন আমাদের সব কাজে যে ভাবে আমাদের স্মার্টফোন ব্যবহার হয়, তাতে একবার চার্জ দিয়ে সারাদিন কাটানো কিন্তু বেশ সমস্যার। প্রায় সমস্ত স্মার্টফোন ইউজারের ক্ষেত্রেই চার্জ ফুরিয়ে যাওয়া একটি বড় সমস্যা। যতদিন যাচ্ছে, সেই চাহিদা মেটাতে আরও বেশি ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করছে স্মার্টফোন সংস্থাগুলোও। তবে তাতেও যে খুব কুলিয়ে ওঠা যাচ্ছে, তা কিন্তু নয়। ফলে মোবাইলকে বাঁচিয়ে রাখতে সঙ্গে রাখতেই হবে পোর্টেবল চার্জার অথবা পাওয়ার ব্যাংক।
বিশেষত ট্রাভেল বা লং জার্নির সময়ে এই পাওয়ার ব্যাংক বিষয়টির বিকল্প হয় না বললেই চলে। নিজের প্রয়োজন ও চাহিদা বুঝে একটি পাওয়ার ব্যাংক কিন্তু রাখা যেতেই পারে সঙ্গে। সাধারণত একবার ফুল চার্জ করে নিয়ে গেলে দুই থেকে তিন বার একটি মোবাইলে চার্জ দেওয়া যায় পাওয়ার ব্যাংক
ওয়্যারলেস ইয়ারবার্ডস
ফোন থাকলে একটা ইয়ারফোনের দরকার হয়ই। রাস্তাঘাটে গান শুনতে বা ভিডিও দেখতে ইয়ারফোন বা হেডফোনের প্রয়োজন হয়। তবে তারযুক্ত হেডফোনের জমানা শেষ। এখন যুগ ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারবাড বা ইয়ারফোনের। আর স্মার্টফোন ইউজারদের কাছে এখন এই গ্যাজেটটি না-থাকলেই নয়। দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটির সঙ্গেই পাবেন লং ব্যাটারি লাইফ ও সহজ কানেক্টিভিটি।
ট্রাইপডস
ফোনে ছবি তুলতে নিশ্চয়ই ভালোবাসেন। হবে না-ই বা কেন! এখন ফোনের ক্যামেরা এতই ঝাঁ চকচকে, যা হার মানায় ডিএসএলআরকেও। আর আজকাল তো ঘরে ভিডিও ক্রিয়েটার ও ভ্লগার। তবে স্থির ছবি হোক বা ভিডিও ব্লগিং, বেশির ভাগ ক্ষেত্রেই নড়ে যায় আমাদের ক্যামেরা। আর তাতেই ছবির বারোটা। এ সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করতেই পারেন স্মার্টফোন ট্রাইপড। এতে যেমন স্টেবল ছবি উঠবে, তেমনই ভালো উঠবে সেলফিও। ফলে ট্রাইপড একটা সঙ্গে রাখতেই পারেন চাইলে। বিভিন্ন ই-কমার্স সংস্থাতে বাজেটের মধ্যেই পেয়ে যাবেন একাধিক ভালো ভালো মোবাইল ট্রাইপড।
কেসিং
নতুন ফোন আনবক্স করতে না করতে দুইটি জিনিসের খোঁজ পড়ে আমাদের। তার মধ্যে একটি স্ক্রিনগার্ড, অন্যটি প্রোটেক্টিভ কেস। দুটাই নকে ধুলোবালি ও দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সাহায্য করে। মোবাইল ব্যবহারের পথে স্ক্র্যাচিং থেকে ভেঙে যাওয়া কত রকম সমস্যা এসে দাঁড়াবে আমাদের সামনে। আর তার মুশকিল আসান কিন্তু ভালো কোয়ালিটির মোবাইল কভার। প্রচুর রকমের মোবাইল কভার পাওয়া যায় বাজারে। কোনওটা বা হার্ড কেস, কোনও বা সিলিকনের তৈরি। কোনওটা আবার বেশ কয়েকটা পকেটওয়ালা বুক কভার। নিজের পছন্দমতো যে কোনও একটি কভার কিনে ব্যবহার করুন মোবাইলে। তার সঙ্গে স্ক্রিন গার্ড ব্যবহার করতে ভুলবেন না যেন।
স্মার্টফোন লেন্স
মোবাইলে ডিফল্ট ক্যামেরায় ছবি তুলে যারা সন্তুষ্ট নন, তাদের জন্য কিন্তু রয়েছে মোবাইলের ক্যামেরা আপগ্রেডেশনের সুবিধা। বাজারে বহু ধরনেক স্মার্টফোন লেন্স পাওয়া যায়। যা বিভিন্ন ধরনের ছবির পক্ষে আদর্শ। ওয়াইড ছবি তোলা হোক বা ম্যাক্রো ফটোগ্রাফি, নিজের প্রয়োজন ও পছন্দমতো যে কোনও লেন্স কিনে ব্যবহার করতেই পারেন মোবাইলে। তবে সেটি আপনার মোবাইলে ঠিকঠাক সেট হচ্ছে কিনা তা পরীক্ষা করে নিতে ভুলবেন না।
স্মার্টওয়াচ
আজকের দিনে শুধুমাত্র ফ্যাশন নয়, ভীষণ রকম দরকারি হয়ে উঠেছে এই গ্যাজেটটি। হাতের ওই ছোট্ট গ্যাজেটেই এসে যাবে মোবাইলের সমস্ত নোটিফিকেশন। এমনকী কথাও বলা যাবে এই ছোট ডিভাইসে। শুধু কি তাই, তার সঙ্গেই স্বাস্থ্য সংক্রান্ত বহু তথ্যই আপনাকে সময়ে সময়ে জানাতে থাকবে স্মার্টওয়াচ। হার্টবিট হোক বা শরীরের তাপমাত্রা, রক্তে অক্সিজেনের স্তর হোক বা স্ট্রেস লেভেল, সবই জানিয়ে দেবে এই স্মার্ট হাতঘড়ি। এছাড়া আপনি কত পা হাঁটলেন, কতটা শরীর চর্চা করলেন কিংবা কতখানি ক্যালোরি ক্ষয় করলেন, সেই সমস্ত খতিয়ানই আপনার মোবাইলে পৌঁছে দেবে এই স্মার্ট ডিভাইসটি।