ইন-ব্রাউজার গেমিং ও অন্যান্য কার্যক্রমকে আরো সহজ করতে নতুন অ্যাপলিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) ওয়েবজিপিইউ আনছে গুগল। নতুন এপিআই কম্পিউটারের গ্রাফিকস কার্ডে প্রবেশের মাধ্যমে সার্বিক কার্যক্রমের গতি বাড়াবে এবং সিপিইউ, র্যামের ওপর চাপ কমাবে। খবর টেকটাইমস।
কয়েক সপ্তাহের মধ্যেই ক্রোমের ১১৩ ভার্সন চালু করবে গুগল। এ ভার্সনের সঙ্গেই নতুন ওয়েবজিপিইউ আনা হবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে ব্রাউজারে গেম খেলার ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট গুগলের পক্ষ থেকে ক্রোমের হালনাগাদ ভার্সনে ওয়েবজিপিইউ এপিআই আনার ঘোষণা দেয়া হয়েছে।
ওয়েবজিপিইউ এমন একটি অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যা ওয়েব ডেভেলপারদের কম্পিউটারের গ্রাফিকস প্রসেসিং ইউনিটে (জিপিইউ) প্রবেশের সুবিধা দেয়। ফলে গ্রাফিকসনির্ভর কাজ যেমন কমপ্লেক্স থ্রিডি গ্রাফিকস রেন্ডারিং, ভিডিও এনকোডিং, ডিকোডিংসহ বিভিন্ন কাজ করা যাবে। জিপিইউ ব্যবহারের মাধ্যমে ডেভেলপাররা কার্যক্ষমতা বাড়াতে পারবে, বিদ্যুৎ ব্যয় কমাবে এবং ওয়েব অ্যাপলিকেশনের ভিজুয়াল মান উন্নত করবে।
দ্য ভার্জের তথ্যানুযায়ী, উইন্ডোজ কম্পিউটারের জন্য ডিরেক্টথ্রিডি ১২ সাপোর্টসহ ওয়েবজিপিইউ আসবে। এছাড়া ম্যাকওএস ও ক্রোমওএসের জন্য ভলকান থাকবে। জিপিইউ ব্যবহারের মাধ্যমে ক্রোম আরো ভালোভাবে গেমিংয়ের তথ্য প্রক্রিয়া করতে পারবে। এর ফলে ব্যবহারকারীরা উন্নত পারফরম্যান্স ও আরামদায়ক গেমিং অভিজ্ঞতা পাবে। যাদের ব্যক্তিগত কম্পিউটারে উচ্চমানের গ্রাফিকস কার্ড নেই তাদের জন্য এ ওয়েবজিপিইউ সুবিধাজনক হবে। এর মাধ্যমে দামি এ হার্ডওয়্যার কেনা ছাড়াই প্রচলিত বিভিন্ন গেম খেলা সম্ভব হবে।