বাজারে আসছে এমন এক স্মার্টফোন যার স্ক্রিন ভাঙলে আর চিন্তার কারণ নেই। শরীরের উষ্ণতাই এবার জুড়ে দেবে ভেঙে যাওয়া মোবাইল স্ক্রিন।
বলা হচ্ছে, ভাঙা স্ক্রিন জোড়া দিতে দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। বাড়িতে বসে নিজেই ঠিক করা যাবে ভেঙে যাওয়া মোবাইল স্ক্রিন। মোটোরলা নিয়ে আসছে এমনই এক প্রযুক্তি যার নাম ‘শেপ মেমরি পলিমার’।
মটোরোলা মোবাইল সংস্থার তরফে জানানো হয়েছে, বিশেষ একটি মেটিরিয়ালের সাহায্যে এই মোবাইল ফোনগুলি তৈরি করা হয়েছে। থার্মাল রিসাইকেলিং পদ্ধতির মাধ্যমে ভাঙা স্ক্রিন জোড়া লাগবে এই পদ্ধতিতে। তবে, এটি কোনও ম্যাজিক নয়। এই পদ্ধতির মাধ্যমে মোবাইল ফোনগুলি এমন এক মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় যাতে ক্রমাগত তাপ দিতে থাকলে ভাঙা স্ক্রিন জোড়া লাগবে মুহূর্তের মধ্যে। এলসিডি কিংবা এলইডি স্ক্রিনের উপর থাকবে এই বিশেষ একটি স্তর। যা এমন এক ধাতু দিয়ে তৈরি যাতে ক্রমাগত তাপ দিলেই সেই স্ক্রিনটি জুড়ে যাবে।
গোরিলা গ্লাসের মতন একটি দেখতে হলেও এটি পলিমারের তৈরি। গোরিলা গ্লাসের থেকে এটি দামেও অনেকটাই সস্তা। শিশুদের জন্য একেবারেই ক্ষতিকরও নয়। তবে, এই স্ক্রিনটি জোড়া দেওয়ার জন্য আলাদা তাপ দেওয়ার কোনও প্রয়োজন নেই। শরীরের উষ্ণতাই জুড়ে দেবে মোবাইলের ভাঙা স্ক্রিন।