শিরোনামে বলা না হলেও অনেকেই বুঝতে পারছেন নিলামে এতটা চড়েছিল প্রথম প্রজন্মের আইফোনের দাম। ফোনটির বিনিময় মূল্য এখন এক লাখ ৯০ হাজার ৩৭৩ ডলার।
বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, ২০০৭ সালে বাজারে আসা ডিভাইসটির আসল দাম ছিল ৪৯৯ ডলার। আর নিলামে ৩৮০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে।
গত ১৬ জুলাই আইফোনটি নিলামে তোলে এলসিজি অকশন নামের সংস্থা।
তারা জানায়, ওই সময় বাজারে আসা ৫৯৯ ডলারের ৮ জিবির আইফোনের চেয়েও ৪ জিবির মডেলটি ২০ গুণ বেশি বিরল। মূলত বেশি মেমরির চাহিদা থাকায় বাজারে আনার দুই মাসের মাঝেই ৪ জিবির মডেলটি বন্ধ করে দেয়া হয়।
গত এক বছরে নিলামে রেকর্ড দাম পেয়েছে তিনটি আইফোন। এর মধ্যে সর্বশেষটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একটি ৮ জিবি মডেলের প্রথম প্রজন্মের আইফোন গত ফেব্রুয়ারিতে ৬৩ হাজার ৩৫৬ ডলারে বিক্রি হয়। এর আগে গত বছরের অক্টোবরে ৮ জিবির আরেকটি ডিভাইস পায় ৩৯ হাজার ৩৪০ ডলার। আর সবগুলো আইফোনই আগে কখনো খোলা হয়নি।
আইফোনের প্যারেন্ট প্রতিষ্ঠান হলো অ্যাপল, ডিভাইসটি তাদের তিন ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের প্রথম পাবলিক কোম্পানির মর্যাদা পেতে সাহায্য করেছে। প্রথম আইফোন বিক্রি হওয়ার ১৬ বছর পর অ্যাপল এই মাইলফলকে পৌঁছে।