বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং প্লাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার যুক্ত করছে প্লাটফর্মটি। কিছু আপডেট স্ট্যাবল ভার্সনকে প্রভাবিত করেছে। ওয়াবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, সিকিউরিটি নোটিফিকেশন মেনুর জন্য নতুন আপডেট নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।
নতুন আপডেটটি হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৩.১৫.২১ এর অংশ এবং সহসাই বেটা পরীক্ষকদের জন্য এটি চালু করা হচ্ছে না। প্রকাশ্যে আসা স্ক্রিনশটের তথ্যানুযায়ী, নতুন ইউজার ইন্টারফেসে নতুন ডিজাইনের হেডার ইমেজ ব্যবহার করা হয়েছে, যা মাঝামাঝি পর্যায়ে ওপরের দিকে থাকবে। নিচে থাকা লেখা বর্তমানে মাঝে নিয়ে আসা হয়েছে। সেখানে হোয়াটসঅ্যাপ প্রটেকস্টস ইওর প্রাইভেসি লেখা রয়েছে। এছাড়া কি পয়েন্টারের আইকনেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন ডিজাইন আপডেট অ্যাপ থিম ও স্টাইলের সঙ্গে মিল রেখে করা হয়েছে। পাশাপাশি পরিবর্তিত ডিজাইন সবকিছুকে আরো সহজে পাঠযোগ্য করে তুলবে বলে আশা সংশ্লিষ্টদের। নতুন ডিজাইনের সিকিউরিটি পেজ বেটা ও নির্ধারিত বেটা পরীক্ষকদের জন্য চালু করা হয়েছে। ফলে আইওএসসহ অন্য পরীক্ষকদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কবে নাগাদ নতুন ডিজাইনের পেজটি স্ট্যাবল ভার্সনে আসবে সে সম্পর্কে প্লাটফর্মের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এছাড়া আইওএস ভার্সনেও একই পরিবর্তন আনা সে বিষয়েও কিছু জানা যায়নি। নতুন সব ফিচার ব্যবহার করতে চাইলে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সার্চ করে জয়েন বেটা অপশনে ক্লিক করলেই যুক্ত হওয়া যাবে। এরপর থেকে নতুন কোনো ফিচার এলে সেটি ব্যবহারকারীর কাছে চলে যাবে।