স্মার্টফোন দুনিয়ায় জমি শক্ত করতে সস্তায় নতুন ফোন আনল নকিয়া। এন্ট্রি লেভেল সেগমেন্টে নয়া ফোন এনেছে ফিনল্যান্ডের সংস্থাটি। লঞ্চ হয়েছে নকিয়া সি১২। এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।
উপরে থাকবে ওয়াটারড্রপ স্টাইল নচ। সেখানে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। ভালো গ্রিপের জন্য ফোনের পিছনে রয়েছে মেটালিক প্যাটার্নের ৩ডি প্যাটার্ন। কোম্পানির তরফে জানানো হয়েছে ধুলো, বালি ও বাষ্প থেকে সুরক্ষিত রাখতে এই মোবাইল ডিজাইনে বিশেষ নজর দেওয়া হয়েছে। ভুল করে হাত থেকে পড়ে গেলেও এই ফোনে ক্ষতির সম্ভাবনা কম।
নকিয়া সি১২ এ রয়েছে ৬.৩ ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। রয়েছে ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টাকোর ইউনিসোক 9863A1 চিপসেট। সঙ্গে ২ জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ দিয়েছে নোকিয়া।
নকিয়া সি১২ এ অ্যান্ড্রয়েড ১২ গো সংস্করণ অপারেটিং সিস্টেম চলবে। সুরক্ষা ও গোপনীয়তার উপরে বিশেষ নজর রাখা হয়েছে। এই ফোনে খুব কম অপ্রয়োজনীয় অ্যাপ থাকবে।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফোনে আগামী ২ বছর প্রত্যেক ৩ মাস অন্তর সিকিউরিটি আপডেট পাঠাবে নকিয়া।