ডেস্কটপে গুগল ক্রোম ব্যবহারের সময় স্টোরেজের ওপর চাপ কমাতে মেমোরি সেভার ফিচার এনেছে গুগল। বর্তমানে এ ফিচার আরো উন্নত করতে কাজ করছে প্রযুক্তি জায়ান্টটি।
উইন্ডোজ রিপোর্টের তথ্যানুযায়ী, বর্তমানে ক্রোমের ক্যানারি ভার্সন ১২১-এ প্রবেবিলিস্টিক মেমোরি সেভার মোডের পরীক্ষা চালাচ্ছে। ডিফল্ট হিসেবে এটি এখনো চালু করা হয়নি। দীর্ঘ সময় কোনো ট্যাব ব্যবহার না করা হলে মেমোরি সেভার ফিচার সেটিকে নিষ্ক্রিয় করে দেয় এবং এতে র্যাম ব্যবহার অনেকটাই কমে যায়।