চমৎকার ফিচারের ফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এস২৪ আল্ট্রা। এই ফোনে থাকছে বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি।
ফ্ল্যাগশিপ ফোন হিসাবে বাজারে লঞ্চ হবে এই ডিভাইস। আন্তর্জাতিক বাজারে ২০২৪ সালের জানুয়ারি মাসের মাঝামাঝিতে ফোনটি আসবে। নেক্সট জেনারেশন এআই প্রযুক্তির স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা।
এই ফোনের তিনটি ভার্সন লঞ্চ হতে পারে বাজারে – স্ট্যান্ডার্ড, প্লাস এবং আলট্রা। এমনিতেই স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজের ব্যাপক নামডাক রয়েছে। এই ফোন বেশ পছন্দ করেছেন ব্যবহারকারীরা।
গ্যালাক্সি ক্লাবের রিপোর্ট অনুসারে, এটি সংস্থার অফিশিয়ালি প্রথম এআই ফোন হতে চলেছে। এতে থাকবে বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার্স যেমন স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। এছাড়াও এই ফোনে থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ। ব্যাটারি ক্যাপাসিটি থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।
ক্যামেরার ক্ষেত্রে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে ফোনে। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই ফোনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় মাইলফলক স্পর্শ করতে চলেছে স্যামসাং। এআই পরিচালিত অ্যাডভান্স সফটওয়্যার থাকবে এই স্মার্টফোনে। যা এর আগে স্যামসাংয়ের কোনও মোবাইলে দেখা যায়নি। ডিজাইনের ক্ষেত্রে ফ্ল্যাট ব্যাক প্যানেল থাকতে পারে ফোনের পেছনে। কার্ভ ডিজাইন না থাকার সম্ভাবনাই বেশি।
কোয়াড ক্যামেরা সেটআপ রাখতে চলেছে স্যামসাং। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল সঙ্গে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকবে।
৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং পর্যন্ত সাপোর্ট করবে এই স্মার্টফোনে। তবে বক্সের সঙ্গে কোনও চার্জার পাবেন না। কারণ অনেকদিন ধরেই ফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে স্যামসাং। আরও জানা গিয়েছে, গ্যালাক্সি এস২৪ সিরিজে অ্যালমুনিয়াম বডির বদলে টাইটানিয়াম ফ্রেম দেখা যেতে পারে।