২০২৩ সাল শেষ হতে বেশি দিন বাকি নেই। এ বছর প্রযুক্তি খাতে অনেক ঘটনা ঘটেছে। নতুন গেম যুক্ত হয়েছে, অনেক অ্যাপ বন্ধ হয়ে গেছে, অনেক পরিষেবায় পরিবর্তন এসেছে। অনেক অ্যাপ নিষিদ্ধ হয়েছে। আবার কোনো অ্যাপ সবচেয়ে বেশিবার ডিলিটও হয়েছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসে এ সম্পর্কিত তথ্য উঠে এসেছে।
সাধারণত স্মার্টফোনে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে বেশিবার ডিলিট হয়েছে মেটা মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের প্লাটফর্ম ইনস্টাগ্রাম। ব্যক্তি জীবনে নিত্যদিনের বিভিন্ন ঘটনার বা সময়ের ছবি শেয়ার করার জন্য প্লাটফর্মটি ব্যবহৃত হয়ে থাকে।
রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি মানুষ ডিলিট করতে চান ইনস্টাগ্রাম অ্যাপ। ২০২৩ সালে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ, কীভাবে ইনস্টাগ্রাম অ্যাপ মুছে ফেলতে হয় সার্চ করেছেন।
বিশ্বব্যাপী প্রতি ১ লাখ মানুষের মধ্যে সাড়ে ১২ হাজার জন সার্চ করেছেন কীভাবে ডিলিট করা যায় ইনস্টাগ্রাম।