সেফটি চেক ফিচারে সম্প্রতি নতুন পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে গুগল। এখন থেকে ব্যবহারকারীকে কোনো নোটিস দেয়া ছাড়াই ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এটি। এর মধ্যে সংরক্ষিত পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা সে বিষয়ও রয়েছে।
নতুন ফিচারটি ব্যবহারকারীদের ক্ষতিকর এক্সটেনশন ছাড়াও হালনাগাদ ভার্সনের ব্রাউজার ব্যবহারের বিষয়েও জানাবে। ফিচারের আওতায় সেফ ব্রাউজিং চালু থাকলে ক্রোম স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট বন্ধ করে দেবে।
এক ব্লগ পোস্টে গুগল গ্রুপের প্রডাক্ট ম্যানেজার স্যাবাইন বোরসে জানান, ক্রোম ডেস্কটপে সেফটি চেক ফিচারটি এখনো স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। কোনো সমস্যা পাওয়া গেলে সেটি ব্রাউজারে থাকা থ্রি ডট মেনুতে নোটিফিকেশন আকারে আসবে এবং ব্যবহারকারী সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
অন্যদিকে সেফটি চেক ফিচারের কার্যক্রম পরিধিও বাড়িয়েছে গুগল। এখন থেকে ফিচারটি ব্যবহারকারীর লোকেশন বা অবস্থান অথবা মাইক্রোফোনে প্রবেশের অনুমতি গ্রহণে বাধা দেবে। বিশেষ করে যেসব ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে প্রবেশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি আরো একটি ক্রোম ফিচার চালুর ঘোষণা দিয়েছে। সামনের সপ্তাহে আসতে যাওয়া ফিচারটি ডেস্কটপ ব্যবহারকারীদের ট্যাব গ্রুপ সংরক্ষণের সুবিধা দেবে। এছাড়া ক্রোমের মেমোরি সেভারের মতো ফিচারেও পরিবর্তন আনছে গুগল।