বাজারে থাকা বিভিন্ন ডিভাইসের জন্য অডিও ফিচার উন্নয়নে কাজ করছে স্যামসাং। সম্প্রতি এক ঘোষণায় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি জানায়, নতুন আপডেটের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট এবং ইয়ারবাডগুলোর অডিও সেকশনে নতুন ফিচার যুক্ত করবে।
সম্প্রতি স্যামসাং লাইভ অনুবাদ ফিচারসহ নতুন গ্যালাক্সি বাডস বাজারে এনেছে, যা ফোন কল চলাকালীন কথোপকথন লাইভ অনুবাদ করতে পারে। এর আগে চলতি বছর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস ২৪ সিরিজের সঙ্গে লাইভ ট্রান্সলেট ফিচারটি চালু করা হয়েছিল। শিগগিরই গ্যালাক্সি এস ২৪ ব্যবহারকারীরা তাদের ডিভাইসকে গ্যালাক্সি বাডসের সঙ্গে কানেক্ট করে লাইভ ট্রান্সলেট টুল হিসেবে ব্যবহার করতে পারবে বলেও জানা গেছে।
ফিচারটি ব্যবহার করতে ডিভাইসকে গ্যালাক্সি বাডসের সঙ্গে কানেক্ট করতে হবে। তখন অন্য ভাষায় থেকে ব্যবহারকারীর নিজের ভাষায় কথোপকথন অনুবাদ করে শোনানো হবে। যে কেউ চাইলে ইয়ার বাডসে ট্যাপ অনুবাদের ভাষা পরিবর্তন করতে পারবে। তবে লাইভ ট্রান্সলেশনে এখনো কিছু ত্রুটি রয়ে গেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
স্যামসাং এখন আরো ডিভাইসে অরাকাস্ট ফিচার নিয়ে আসছে। মূলত ডিভাইস থেকে কাছাকাছি হেডফোন বা স্পিকারে অডিও সম্প্রচারের জন্য অরাকাস্ট ব্যবহার করা হয়। এটি আগে শুধু স্যামসাং টিভিতে পাওয়া যেত। পাশাপাশি এখন থেকে আপডেটের মাধ্যমে গ্যালাক্সি বাডসে একাধিক ইয়ার বাডসে অডিও শোনার সুযোগ পাওয়া যাবে। এর সঙ্গে ৩৬০ অডিও ফিচার যোগ করা হবে। এ ফিচারগুলো ফেব্রুয়ারির শেষের দিকে গ্যালাক্সি বাডসে আসবে বলে সূত্রে জানা গেছে।