জিআই পণ্যের প্রচার ও গবেষণায় একসাথে কাজ করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয় গত মঙ্গলবার (৭ মে)। এসময় স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া এবং প্রেসিডেন্ট কাকলী তালুকদার।
ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া ইডিসির উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জিআই পণ্যের উপর কিভাবে একটি কোর্স ডিজাইন করলে তাদের উপযোগী হবে সেভাবে কাজ করতে চাই।” প্রয়োজন অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে জিআই পণ্যের নানা দিকে গবেষণা, তাদেরকে দক্ষতা বাড়াতে সহযোগিতা করা, ইয়ার বুক, স্বীকৃত জিআই পণ্যের প্রদর্শনী কর্নার তৈরি করা সহ নানা বিষয়ে একসাথে কাজ করার আলোচনা করেন। এছাড়াও জিআই পণ্যের ডকুমেন্টেশন তৈরিতে ইডিসি ও ইউআইইউ একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
ইডিসি প্রেসিডেন্ট কাকলী তালুকদার বলেন, ইডিসির সদস্যরা গত ১৬ মাস ধরে জিআই পণ্যের জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। এ বিষয়ে গবেষণা, ডকুমেন্টেশন করা সহ সার্বিক বিষয়ে দক্ষতা রয়েছে। জিআই পণ্য নিয়ে কাজ করার জন্য ইউআইইউ এগিয়ে আসায় আমরা আনন্দিত। এ দিকে যৌথভাবে গবেষণা করা যাবে। জিআই পণ্যের সুফল সবার কাছে পৌঁছে দিতে হলে এ দিকে অনেক কাজ করার সুযোগ রয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোহাম্মদ মুসা ডিন, প্রফেসর ড. সালমা করিম, পরিচালক বিবিএ প্রোগ্রাম, প্রফেসর ড. আবু সালেহ মো. সুহেলুজ্জামান, পরিচালক এমবিএ প্রোগ্রাম, ড. মো. জুলফিকার রহমান, রেজিস্টার, প্রফেসর ড. মো. শারিফুল আলম, সহকারী পরিচালক, বিবিএ প্রোগ্রাম ও ড. জেমস বকুল সরকার, সমন্বয়ক, এআইএস প্রোগ্রাম বিবিএ।
ইডিসির পক্ষে উপস্থিত ছিলেন, রাজিব আহমেদ উপদেষ্টা, নিগার ফাতেমা, ভাইস প্রেসিডেন্ট, উম্মে সাহেরা এনিকা ট্রেজারার, পলাশ চন্দ্র শীল প্রতাপ, পরিচালক (যোগাযোগ), আরজেনা হক সেবতি, কাজী মেহের জাবীন রাখী, মিফতাহুল জান্নাত ও মোঃ দেলোয়ার হোসেন।