জাহিদ সাবুর, ২০২২ সালে গুগলে বাংলাদেশ থেকে প্রথম ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পান। তবে এবার তার নামের সাথে জড়ালো আরেকটি পালক। চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম জেমিনির অ্যাপ তৈরি করেছে তার টিম। তিনি মূলত অ্যাপ তৈরির সাথে জড়িত দলটির ইঞ্জিনিয়ারিং লিড হিসেবে দায়িত্ব পালন করেন।
গুগলের এবারের বাৎসরিক ইভেন্টে আকর্ষণের কেন্দ্রে ছিল এই অ্যাপ। স্বয়ং গুগলের সিইও সুন্দর পিচাই অ্যাপটির নতুন ফিচার সবার সামনে তুলে ধরেন।
উল্লেখ্য যে জাহিদ সাবুর গ্রাজুয়েট করেছেন AIUB এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে । তার সিজিপিএ ছিল ৪.০০! তিনি ব্যাচেলর থাকাকালীন বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট এ অংশ নিয়েছিলেন যা তাকে প্রবলেম সলভিং এ দক্ষ করে তুলে। জাহেদ, তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরুর অফিসে গুগলের ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, এবং এর ছয় মাস পরে তিনি ক্যালিফোর্নিয়া অফিসে যোগ দেন।
পরে ২০১৯ সালে, তিনি গুগলের জুরিখ অফিসে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং পরিচালক হিসেবে পদোন্নতি পান। এবং সর্বশেষ ২০২২ সালে প্রথম বাংংলাদেশি হিসেবে গুগলে ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার হিসেবে পদোন্নতি লাভ করেন! পদটি লেভেল ৯ এবং একই সাথে গুগলের ঊর্ধ্বতন পরিচালকের পদ।