প্রায় পাঁচ কোটি ইনস্টাগ্রাম গ্রাহকের ডেটা রাখা ছিল অরক্ষিত সার্ভারে। এতোদিন যাবত কীভাবে এই ডেটাগুলো অরক্ষিত থেকে গেলো তা খতিয়ে দেখছে ফেইসবুক মালিকানাধীন ছবি শেয়ারিং অ্যাপটি।
সার্ভারটিতে ‘হাই প্রোফাইল’ ব্যক্তিদের ডেটা ছিল বলে জানানো হয়েছে। এই ব্যক্তিদের বলা হচ্ছে ‘ইনফ্লুয়েন্সার’। ডেটার মধ্যে ওই গ্রাহকদের ব্যক্তিগত তথ্যও ছিলো– খবর বিবিসি’র।
ভারতের মুম্বাই-ভিত্তিক চ্যাটারবক্স নামের একটি প্রতিষ্ঠানের ডেটাবেইজে এই তথ্যগুলো পাওয়া গেছে।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ডেটাগুলো কোথা থেকে এলো তা বের করার চেষ্টা করা হচ্ছে।
“আমরা বিষয়টি খতিয়ে দেখছি, যেমনটা ডেটা থেকে বোঝা যাচ্ছে এর মধ্যে ইনস্টাগ্রাম বা অন্য কোনো উৎস থেকে নেওয়া ইমেইল এবং ফোন নাম্বার রয়েছে। ডেটাগুলো কোথা থেকে এসেছে এবং এগুলো কীভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত হলো তা জানতে আমরা চ্যাটারবক্স-এর সঙ্গেও কাজ করছি,”– বলেছে ফেইসবুক।
এর আগে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, উন্মুক্ত হওয়া এই ডেটার মধ্যে গ্রাহকের অবস্থানের তথ্যও রয়েছে।
বিষয়টি প্রথম বের করেন ভারতীয় এক গবেষক। ডেটাবেইজটি মূলত রাখা হয়েছে অ্যামাজন সার্ভারে। এই সার্ভারটিও পাসওয়ার্ড সুরক্ষিত নয়।
অন্যদিকে চ্যাটারবক্স একটি প্রচারণা সাইট। এ বিষয়ে বিবিসিকে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।