আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্কারের হাওয়া বইছে দেশের তথ্যপ্রযুক্তি খাতেও। তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যারের অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বর্তমান নির্বাহী পর্ষদের (ইসি) পরিবর্তন চাচ্ছেন সদস্যদের একটি বড় অংশ। এমন প্রেক্ষাপটে সংগঠনটির গঠনতন্ত্র পরিবর্তন করে আগাম নির্বাচনের প্রস্তাব করেছে বেসিস প্রেসিডেন্টস ফোরাম। আগামী দুই মাসের মধ্যে গঠনতন্ত্র সংশোধন এবং তিন মাসের মধ্যে নির্বাচন আহবানের প্রস্তাব করেছে ফোরাম। কতিপয় নেতৃবৃন্দের কারণে বর্তমান পর্ষদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ থাকা এবং নানান অনিয়মের বিতর্কে জড়ানোতে আগাম নির্বাচন চাচ্ছেন সদস্যরা।
বেসিসের পূর্ববর্তী প্রেসিডেন্টদের নিয়ে গঠিত হয় বেসিস প্রেসিডেন্টস ফোরাম। সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্ট পদাধিকার বলে এই ফোরামের সভাপতির দায়িত্বে থাকেন। সরকার পরিবর্তনের পর বেসিস সংস্কারের দাবি উঠলে প্রেসিডেন্টস ফোরামের আলোচনায় স্থান পায় গঠনতন্ত্র পরিবর্তন এবং ইসি নির্বাচনের বিষয়টি। গত ১৮ আগস্ট অনুষ্ঠিত এই সভায় ফোরামের সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, সরওয়ার আলম, রফিকুল ইসলাম, মাহবুব জামান, ফাহিম মাশরুর, বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ এবং সচিব হাশিম আহমেদ। সভার প্রথম আলোচ্যসূচিতেই গঠনতন্ত্রের সংশোধনী এবং আগাম নির্বাচন নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত একটি সূত্র জানান, বেসিসের বর্তমান পর্ষদের মেয়াদ আছে ২০২৬ সাল পর্যন্ত। গত ৮ মে নির্বাচনে এই পর্ষদের পরিচালকরা জয়লাভ করেন। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে বর্তমান পর্ষদ বিশেষ করে পর্ষদের কতিপয় সদস্যদের বিষয়ে অভিযোগ রয়েছে সাধারণ সদস্যদের। সেই বিষয়টি প্রেসিডেন্টস ফোরামে আলোচিত হয়। তবে সকলের জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিতে প্রেসিডেন্টস ফোরাম আগামী ২ মাসের মধ্যে গঠনতন্ত্র সংশোধন এবং ৩ মাসের মধ্যে নির্বাহী পর্ষদের আগাম নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তাব করে। গঠনতন্ত্র সংশোধনের অংশ হিসেবে মেমোরান্ডাম এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশনেরও পরিবর্তনের কথা বলা হয় আলোচনায়।
এ বিষয়ে সভার সভাপতি সৈয়দ আলমাস কবীরের সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। সভার বিষয়ে জানতে বেসিস সচিবালয়ে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
তবে গঠনতন্ত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে সে বিষয়ে আরেকটি সূত্র জানায়, সাধারণ সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ এসেছে যার মধ্যে নির্বাচন ও প্রতিদ্বন্দ্বিতার প্রক্রিয়া, সদস্যপদ প্রদানের নিয়মের মত বিষয়গুলো থাকবে। গঠনতন্ত্র সংশোধনে বেসিসের বর্তমান পর্ষদকে একটি কমিটি গঠনেরও প্রস্তাব করেছে প্রেসিডেন্টস ফোরাম।
এ বিষয়ে বেসিসের বর্তমান প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ বলেন, প্রেসিডেন্টস ফোরাম ইসি’কে মূলত পরামর্শ দেয়। গঠনতন্ত্র এবং নির্বাচন নিয়ে ফোরাম একটি পরামর্শ দিয়েছি যেটি ইসি’তে আলোচনা করেছি। ফোরামের পরামর্শকে শ্রদ্ধা দিয়ে গঠনতন্ত্র সংশোধনী কমিটিও গঠন করেছি এবং কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। সংশোধিত গঠনতন্ত্র ইজিএম এ উঠবে। চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণ সদস্যদের। এটাই প্রক্রিয়া এবং বর্তমান ইসি সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে। বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করে গঠনতন্ত্রের কোন বিষয়গুলোতে পরিবর্তন দরকার সে বিষয়টি কমিটিই নির্ধারণ করবে। নির্বাচন নিয়েও কমিটির কিছু সুপারিশ থাকবে, সেগুলো ইসি’র বিবেচনায় থাকবে এবং ইজিএম এ সাধারণ সদস্যরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
নির্বাচন ছাড়াও প্রেসিডেন্টস ফোরামের বৈঠকে ২০২২-২৩ মেয়াদের পর্ষদের আর্থিক অনিয়ম নিয়েও আলোচনা হয়। প্রেসিডেন্টস ফোরামের সদস্যদের বিবেচনায় ২০২২-২৩ অর্থবছরের আর্থিক নিরীক্ষণ পুরোপুরি স্বচ্ছ নয়। বিষয়টি বেসিসের সর্বশেষ এজিএম এও সমালোচিত হয় বলে বৈঠকে উল্লেখ করেন ফোরামের সদস্যরা। আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সেসময়কার লেনদেনের তদন্ত করতে ইসি’কে কমিটি গঠনের সুপারিশও করে ফোরাম। এছাড়াও সদস্যপদ প্রদানের প্রক্রিয়া সংশ্লিষ্ট বিষয় ফোরামের আলোচনায় উঠে আসে।