সিটি ব্যাংক সম্প্রতি মাস্টারকার্ড ডেবিট কার্ডের বিশ্বব্যপী ব্যবহার সুবিধা চালু করেছে। নতুন এই বৈশিষ্ট্যে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ডেবিট কার্ডধারীরা এখন থেকে এই কার্ড দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন। অর্থাৎ সিটি ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশি টাকার কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ইস্যু করা তাদের মাস্টারকার্ড ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই আন্তর্জাতিক পিওএস, এটিএম, ই-কমার্স লেনদেন করতে পারবেন।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব কার্ড তৌহিদুল আলম এবং বাংলাদেশের মাস্টারকার্ড ডিরেক্টর জাকিয়া সুলতানা মাস্টারকার্ড ডেবিট কার্ডের এই পরিষেবার ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
তৌহিদুল আলম বলেন, ‘আমরা সবসময় আমাদের গ্রাহকদেরকে শ্রেষ্ঠটাই দিতে চাই। মাস্টারকার্ড ডেবিট কার্ডের বিশ্বব্যাপী ব্যবহারের সংযোজন আমাদের গ্রাহকদের সবচেয়ে সুবিধাজনক এবং নিরাপদ ব্যাংকিং সমাধান প্রদান করবে। এই কার্ড দিয়ে আমাদের গ্রাহকরা আন্তর্জাতিক ভাবে ভ্রমণ বা কেনাকাটা করার সময় সত্যিকারের আর্থিক স্বাধীনতা উপভোগ করবে। এবং আমি নিশ্চিত যে এটি আমাদের ডেবিট কার্ড অফারটির মূল্য এবং উপযোগিতাকে আরো বাড়িয়ে তুলবে।’
বাংলাদেশের মাস্টারকার্ড কান্ট্রিডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘মাস্টারকার্ড ডেবিট কার্ডের বিশ্বব্যাপী ব্যবহার সুবিধা বাংলাদেশের সকল পেশাজীবীর প্রয়োজনীয়তা সহজে মেটাবে। গ্রাহকদের নির্বিঘ্নে আন্তর্জাতিক লেনদেন সক্ষম করার জন্য সিটি ব্যাংকের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত। মাস্টারকার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আমরা ভোক্তা এবং আমাদের অংশীদারদের জন্য অর্থপূর্ণ মূল্য তৈরির চেষ্টা করি।’