কনজিউমার ইলেকট্রনিকস কোম্পানি লেনোভোর সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফা বেড়েছে। এ অবস্থায় কোম্পানিটি বিশ্বব্যাপী আরো কারখানা খোলার পরিকল্পনা হাতে নিয়েছে।
কনজিউমার ইলেকট্রনিকস কোম্পানি লেনোভোর চেয়ারম্যান ইয়াং ইউয়ানকিং বলেছেন, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সরবরাহ চেইনে বৈচিত্র্য আনা ও চীনের বাইরে আরো কারখানা খোলার পরিকল্পনা করছে লেনোভো।
বিশ্বের বৃহত্তম পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা লেনোভোর বেশির ভাগ কারখানা চীনে রয়েছে, যা ইলেকট্রনিকস শিল্পের জন্য সাধারণ একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা আমদানির ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুল্ক আরোপ করা হলে এসব কম্পিউটারের দাম বেড়ে যাবে।
রয়টার্সকে ইউয়ানকিং বলেন, ‘নতুন মার্কিন প্রশাসনের নীতি কী হবে তা এখনই বলা কঠিন। তবে লেনোভো অন্যান্য প্রতিযোগীর তুলনায় ভালো অবস্থানে রয়েছে। কারণ লেনোভোর আরো বৈচিত্র্যময় উৎপাদন অবকাঠামো ও সরঞ্জাম সরবরাহের কৌশল রয়েছে। পাশাপাশি কোম্পানির আয় বিভিন্ন অঞ্চল থেকে আসে, যা ঝুঁকি হ্রাসে সহায়তা করে।’
ইউয়ানকিং বলেন, ‘চীনে লেনোভোর সবচেয়ে বেশি কারখানা রয়েছে। তবে এর বাইরে নয়টি ভিন্ন দেশে ৩০টিরও বেশি কারখানা পরিচালনা করছে কোম্পানিটি। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে বড় বিনিয়োগ চুক্তি করার পর দেশটিতে নতুন কারখানা খোলার পরিকল্পনা করছে লেনোভো।’
শুক্রবার লেনোভোর আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। বিশেষভাবে ডিজাইন করা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কম্পিউটার বিক্রি কোম্পানির আয় বৃদ্ধিতে অবদান রেখেছে।
আর্থিক প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যমতে, চীনা প্রযুক্তি কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে ১ হাজার ৭৯০ কোটি ডলার আয়ের কথা জানিয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাস দেয়া ১ হাজার ৬০০ কোটি ডলারের চেয়ে বেশি। এ সময়ে নিট মুনাফা দাঁড়ায় ৩৫ কোটি ৯০ লাখ ডলারে, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ৩৩ কোটি ১৭ লাখ ডলারের চেয়ে বেশি।
সেপ্টেম্বর প্রান্তিকে লেনোভোর বৈশ্বিক পিসি শিপমেন্ট ৩ শতাংশ বেড়ে ১ কোটি ৬৫ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। এদিকে গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় বিশ্বজুড়ে সামগ্রিক পিসি শিপমেন্ট কমেছে ২ দশমিক ৪ শতাংশ। লেনোভোর পিসির বাজার হিস্যা ২৪ শতাংশ।