কাজের দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে স্বল্পসংখ্যক কর্মী ছাঁটাই করছে টেক জায়ান্ট মাইক্রোসফট। ছাঁটাইয়ের করণে এক শতাংশেরও কম জনবল চাকরি হারাবে বলে গত বুধবার জানিয়েছে কোম্পানিটি। খবর সিএনবিসি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাইক্রোসফট সবসময় দক্ষ কর্মীদের ওপর গুরুত্ব দেয় এবং কেউ ভালো কাজ না দেখাতে পারলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়।
গত জুনের হালনাগাদ তথ্যানুযায়ী, মাইক্রোসফটে কাজ করছেন ২ লাখ ২৮ হাজার কর্মী। ২০২৩ সালের শুরুতে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করে।
অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের পর গত বছর জানুয়ারিতে মাইক্রোসফটের গেমিং ইউনিট থেকে প্রায় দুই হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়, সঙ্গে চারটি গেমিং স্টুডিও বন্ধ করে দেয়া হয়। এরপর গত ডিসেম্বরে এক্সবক্সের মূল কোম্পানিটি গেমিং বিভাগ থেকে প্রায় ৬৫০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে।
এ সিদ্ধান্তের ফলে কোম্পানির গেম ডেভেলপমেন্টে সরাসরি জড়িত নয় এমন করপোরেট কর্মীরা চাকরি হারাবেন বলে জানানো হয়। কাটছাঁটের এ প্রভাবে গত বছর কোম্পানিটির শেয়ারদর অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় খুব একটা বাড়েনি।