২৮ মে চীনে উন্মোচন হবে রেডমি কে২০। প্রায় রোজই এই ফোন সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে। একের পর এক টিজার প্রকাশ করে রেডমি কে২০ লঞ্চের আগে বাজার গরম রাখতে চাইছে শাওমি। এবার সোশ্যাল মিডিয়াতে রেডমি জানিয়েছে নতুন এই ফোনে থাকছে গেম টার্বো ২.০। অন্য একটি পোস্টে রেডমি প্রধান লু ওয়েইবিং জানিয়েছেন রেডমি কে২০ ফোনে থাকছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। ২৮ মে বেইজিং এ উন্মোচন হবে রেডমি কে২০।
চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে শাওমি জানিয়েছে রেডমি কে২০ ফোনে থাকছে গেম টার্বো ২.০। পোকো এফ১ ফোনে প্রথম গেম টার্বো ফিচার দেখা গিয়েছিল। সেই ফিচারের আপডেটের ভার্সান গেম টার্বো ২.০। এই ফিচারের ফলে গেম খেলার অভিজ্ঞতা আরও ভালো হবে বলে জানিয়েছে রেডমি।
এছাড়াও রেডমি কে২০ ফোনে থাকছে ডিসি ডিমিং ফিচার। ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল। এই ফিচারে ডিসি ভোল্টেজের মাধ্যমে ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল হবে। এর ফলে ডিসপ্লে আরও মসৃণ হবে।
এছাড়াও ওয়েইবিং জানিয়েছেন রেডমি কে২০ ফোনে থাকছে হাই রেজ অডিও সাপোর্ট। এর সাথেই এই ফোনে থাকছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। রেডমি জানিয়েছে এই ফোন ব্যবহার করে হাই কোয়ালিডিটি সাউন্ড শোনা যাবে। রেডমি কে২০ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আর ৪ হাজার এমএএইচ ব্যাটারি।