মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক জনাব মো. মোতাছিম বিল্লাহকে ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস ‘নগদ’ এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘নগদের বর্তমান প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পদায়ন করা হয় এবং বিল্লাহকে প্রশাসক পদে তাঁর স্থলাভিষিক্ত করা হয়।’
গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এক বছরের জন্য নগদের প্রশাসক হিসেবে বদিউজ্জামান দিদারকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আর তাকে সহায়তা করতে কেন্দ্রীয় ব্যাংকের ৬ কর্মকর্তা অতিরিক্ত পরিচালক হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, যুগ্ম পরিচালক পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপ পরিচালক চয়ন বিশ্বাস এবং উপ পরিচালক আইয়ুব খানকে দায়িত্ব দেওয়া হয়েছিল।