এআই অবকাঠামোর উন্নয়নে এবং শক্তিশালী সুপারকম্পিউটার তৈরিতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন এআই স্টার্টআপ এক্সএআই। সম্প্রতি প্রতিষ্ঠানটি ১ মিলিয়ন বা ১০ লাখ বর্গফুট জমি কিনেছে আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে। গত ৭ ফেব্রুয়ারি গ্রেটার মেমফিস চেম্বারের তরফ থেকে বিষয়টি জানানো হয়েছে। এআই খাতে ক্রমবর্ধমান প্রতিযোগীতার প্রেক্ষাপটে নিজেদের এআই সক্ষমতা বৃদ্ধি করতেই বিশাল অংকের বিনিয়োগের পথে হাঁটছে এক্সএআই।
এক্সএআই ‘কলোসাস’ নামের একটি সুপারকম্পিউটার তৈরির কথা জানিয়েছে। টেনেসি অঙ্গরাজ্যে প্রোজেক্টটি সম্প্রসারণের পরিকল্পনার কথাও ঘোষণা করেছে তাঁরা গত ডিসেম্বরে। পরিকল্পনা অনুযায়ী কলোসাস সুপারকম্পিউটারে অন্তত ১০ লাখ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) থাকবে বলে জানা গেছে।
এআই খাতে মাস্কের উচ্চাভিলাষী পরিকল্পনার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কলোসাস সুপারকম্পিউটার। গ্রেটার মেমফিস চেম্বার বলছে, এই সুপারকম্পিউটারটি সুপারক্লাস্টার আকারের হতে যাচ্ছে, যেমনটা এক্সএআই গত ডিসেম্বরে ঘোষণা করেছে।
শক্তিশালী এই সুপারকম্পিউটার তৈরির মাধ্যমে এআই খাতে ওপেনএআই’র মতো প্রতিদ্বন্দ্বীর তুলনায় নিজেদেরকে এগিয়ে রাখতে চাইছে এক্সএআই। তবে তাঁদের এআই অবকাঠামো সম্প্রসারণের বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছে না পরিবেশবাদীরা। কেননা এআই’র জন্য শক্তিশালী ডেটা সেন্টার চালাতে দরকার হয় প্রচুর এনার্জি।
নতুন করে ১০ লাখ বর্গফুট জমি অধিগ্রহণের মাধ্যমে এক্সএআই তাঁদের এআই অবকাঠামোর উন্নয়নকে ত্বরান্বিত করতে চাইছে। এর আগে প্রতিষ্ঠানটি টেনেসি’তেই ৮০ মিলিয়ন ডলারের ওয়াটার রিসাইক্লিং প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে। এছাড়া এক্সএআই’র নতুন এই ফ্যাসিলিটি’তে বিপুল পরিমাণ এনার্জির সংস্থান করতে ব্যবহার করা হবে টেসলা মেগাপ্যাকস এনার্জি স্টোরেজ। ডেটা সেন্টার চালাতে টেসলা মেগাপ্যাকস থেকেই এনার্জির সংস্থান করা হবে।
উল্লেখ্য, টেনেসি’র মতো টেক্সাস অঙ্গরাজ্যেও এক্সএআই ১০ লাখ বর্গফুট আয়তনের একটি ফ্যাক্টরি নির্মাণের পরিকল্পনা করছে। মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার মেগাপ্যাকস এনার্জি প্রোডাক্ট মজুদ রাখতে ও এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে এই ফ্যাক্টরিটি।