স্মার্টফোনে ফ্ল্যাট স্ক্রিনের যুগ আবারও ফিরে আসছে—আর এবার নেতৃত্ব দিচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড শাওমি। অক্টোবরে বাজারে আসছে তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ শাওমি ১৬, যেখানে থাকবে একাধিক নতুন ফিচার ও নজরকাড়া ডিজাইন।
টেক দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া ব্লগার Digital Chat Station জানিয়েছে, এ বছর থেকেই বেশিরভাগ ফ্ল্যাগশিপ স্মার্টফোন মাইক্রো-কাভড ডিসপ্লের বদলে ফ্ল্যাট স্ক্রিন ব্যবহারের দিকেই ঝুঁকবে। এ নিয়ে ইতিমধ্যেই Xiaomi 16 সিরিজে বড় পরিবর্তনের আভাস মিলেছে।
দুই মডেলেই থাকবে ফ্ল্যাট স্ক্রিন
শাওমি ১৬ এবং শাওমি ১৬ প্রো—উভয় মডেলেই থাকছে ফ্ল্যাট ডিসপ্লে ও বড় R-কর্নার ডিজাইন। আগে যেখানে কেবল স্ট্যান্ডার্ড মডেলে ফ্ল্যাট স্ক্রিন ব্যবহার হতো, এবার প্রো মডেলেও থাকছে একই ডিজাইন। ব্যবহারকারীদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে।
বেজেল হবে আরও সরু
ডিসপ্লের চারপাশের বেজেল আরও সরু করতে Xiaomi 16 Pro-তে ব্যবহার করা হচ্ছে LIPO (Low Inset Pixel Onset) প্রযুক্তি। এটি একটি আধুনিক স্ক্রিন প্যাকেজিং প্রযুক্তি, যা ড্রাইভার চিপের অবস্থান পরিবর্তন করে স্ক্রিন-টু-বডি রেশিও বাড়িয়ে দেয়। এর ফলে ফোনটির স্ক্রিন আরও বড় মনে হবে, তবে সাইজ থাকবে কমপ্যাক্ট।
শক্তিশালী ফ্রেম, বাড়তি সুবিধা
ফোনটির গঠন আরও মজবুত করতে ব্যবহৃত হচ্ছে 3D-প্রিন্টেড মেটাল মিডল ফ্রেম। এর ফলে ফোনটি হবে হালকা কিন্তু টেকসই। সেই সঙ্গে থাকছে কাস্টম ফিজিক্যাল বাটন, যেটি ব্যবহার করে AI অ্যাসিস্ট্যান্ট চালু, গেম কন্ট্রোল বা ক্যামেরা শর্টকাট হিসেবে সেট করা যাবে। তবে এই বাটন ব্যবহারে ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কমে যাবে, যদিও এতে সমস্যা হবে না, কারণ ফোনে থাকবে ৭,০০০ mAh বিশাল ব্যাটারি!
পারফরম্যান্সে থাকছে চমক
শাওমি ১৬ প্রো-তে থাকছে Snapdragon 8 Elite 2 প্রসেসর ও Leica ইঞ্জিনিয়ারড ট্রিপল-ক্যামেরা সিস্টেম, যা দিয়ে প্রফেশনাল মানের ছবি তোলা যাবে। গেমিং, মাল্টিটাস্কিং কিংবা ভিডিও এডিটিং—সব কিছুই হবে নিখুঁত ও মসৃণ।
প্রতিদ্বন্দ্বী iPhone 17!
টেক বিশ্লেষকদের মতে, শাওমি ১৬ সিরিজ সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Apple iPhone 17 সিরিজের সঙ্গে। লুক, ফিচার ও পারফরম্যান্সের দিক থেকে শাওমি এবার বাজার কাঁপাতে প্রস্তুত।
অক্টোবরে আসছে শাওমির এই নতুন চমক। এখন দেখার পালা—ফ্ল্যাট স্ক্রিনের এই নতুন ঢেউ বাজারে কেমন প্রতিক্রিয়া আনে।