বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে ভোক্তারা এবার পাচ্ছেন বড় স্বস্তি। তিন স্তরে ইন্টারনেটের মূল্য হ্রাসের ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সোমবার (২১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, “ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে—
আইটিসি পর্যায়ে ১০%,
আইআইজি পর্যায়ে ১০% এবং
এনটিটিএন বা ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫% ইন্টারনেট মূল্য হ্রাস করা হবে।”
এক নজরে ইন্টারনেট মূল্য হ্রাসের ধাপগুলো:
-
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি: আইআইজি ও আইএসপি গ্রাহকদের জন্য ১০% এবং পাইকারি গ্রাহকদের জন্য আরও ১০%—মোট ২০% ছাড়।
-
আইএসপি অ্যাসোসিয়েশন: ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেটের প্রতিশ্রুতি।
-
ফাইবার অ্যাট হোম: তিনটি স্তরে মূল্য হ্রাস।
-
টেলিটক: ঈদের দিন থেকে মোবাইল ইন্টারনেটের ওপর ১০% ছাড়।
মোবাইল অপারেটরদের প্রতি বার্তা
ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “সরকার মোবাইল অপারেটরদের ইতিমধ্যেই বিডব্লিউডিএম এবং ডার্ক ফাইবার সুবিধা প্রদান করেছে। এখন তাদের পালা গ্রাহকদের দিকটি দেখার।” তিনি আরও বলেন, মোবাইল কোম্পানিগুলোর এখন দাম না কমানোর কোনো যৌক্তিক কারণ নেই।
মোবাইল অপারেটরের জন্য সরকারের দুইটি দাবি:
-
মার্চে এসআরও অ্যাডজাস্টমেন্ট বাবদ যেই মূল্য বাড়ানো হয়েছিল, সেটি কমাতে হবে।
-
আন্তর্জাতিক গেটওয়ে, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে যেই হারে পাইকারি মূল্য কমেছে, সেই অনুপাতে গ্রাহক পর্যায়েও কমাতে হবে।
সরকার বলছে—
মোবাইল ইন্টারনেটের মান ও দামের মধ্যে যে বিশাল পার্থক্য আছে, তা ঠিক করতে সরকারের প্রতিশ্রুতি দৃঢ়। চলমান মূল্যস্ফীতি ও জনগণের চাপ বিবেচনায় নিয়ে মোবাইল ইন্টারনেটের দামও কমানোর সময় এখন।