বিশ্বব্যাপী যাঁরা নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে পরিচিতি পেয়েছেন, সেইসব প্রতিভাবান বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর কৌশলে বাংলাদেশে ফিরছেন অন্তত ১০ জন বিশ্বখ্যাত বাংলাদেশি গবেষক, প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা—যাঁরা দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
জ্ঞান ও প্রযুক্তিতে দেশে ফেরার ঢেউ
ড. ইউনূসের নেতৃত্বে গঠিত একটি বিশেষ ‘গ্লোবাল ট্যালেন্ট রিকল’ টাস্কফোর্স ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি সায়েন্টিস্ট, টেক উদ্যোক্তা ও গবেষকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তাঁদের একটি অংশ দেশে ফিরে সরকার ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে সরাসরি যুক্ত হবেন।
যাঁরা আসছেন, তাঁরা কারা?
তালিকায় রয়েছেন:
-
গুগলের সাবেক সফটওয়্যার আর্কিটেক্ট
-
নাসার এয়ারস্পেস গবেষক
-
এআই স্টার্টআপ প্রতিষ্ঠাতা (সিলিকন ভ্যালি)
-
অক্সফোর্ড-হার্ভার্ডের গবেষক
-
জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উদ্ভাবক
-
ই-কমার্স জায়ান্টে সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার
-
ইউএন-প্রকল্পের কনসালটেন্ট
-
ডেটা সায়েন্টিস্ট (মাইক্রোসফট)
-
আন্তর্জাতিক এনজিওতে ইনোভেশন হেড
-
ফিনটেক উদ্যোক্তা (সিঙ্গাপুর ভিত্তিক)
ফোকাস থাকবে কোন খাতে?
তাঁদের অভিজ্ঞতা মূলত কাজে লাগবে নিম্নলিখিত খাতে:
-
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
-
স্বাস্থ্য প্রযুক্তি
-
ক্লাইমেট ইনোভেশন
-
এডুকেশন টেকনোলজি
-
ফিনান্সিয়াল ইনক্লুশন
-
রিমোট মেডিসিন
-
ব্লকচেইন ও সাইবার সিকিউরিটি
-
স্টার্টআপ ও এক্সিলারেটর প্রোগ্রাম
কেন দেশে ফিরছেন তাঁরা?
ড. ইউনূসের প্রচেষ্টায় শুধু আবেগ নয়, বরং রীতিমতো একটি স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে বিশ্বব্যাপী প্রতিভাবানদের দেশীয় উন্নয়নে যুক্ত করার রূপরেখা তৈরি করা হয়েছে।
“জ্ঞানই হচ্ছে নতুন যুগের সম্পদ। আমরা যদি আমাদের সন্তানদের শুধু পাঠাই, কিন্তু ফিরিয়ে আনতে না পারি—তাহলে দেশ পিছিয়ে পড়বে।” — ড. মুহাম্মদ ইউনূস