দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গেমারদের জন্য আসছে নিনতেন্দো সুইচ ২! আগামী ২৪ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে এই বহুল প্রতীক্ষিত গেমিং কনসোলের রিটেইল প্রি-অর্ডার। দাম নির্ধারণ করা হয়েছে ৪৪৯.৯৯ ডলার।
প্রথমে এই প্রি-অর্ডার শুরু হওয়ার কথা ছিল ৯ এপ্রিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন ‘পারস্পরিক শুল্ক’ নীতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এখন ঠিক হয়েছে, ৫ জুন থেকে বাজারে আনুষ্ঠানিকভাবে পাওয়া যাবে এই পরবর্তী প্রজন্মের গেমিং ডিভাইস।
কি থাকছে নিনতেন্দো সুইচ ২-এ?
নিনতেন্দো সুইচ ২-এর ফিচার সম্পর্কে কোম্পানি এখনও বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে—
আগের মডেলের তুলনায় উন্নত গ্রাফিক্স ও ফ্রেমরেট
4K আউটপুট সাপোর্ট
দীর্ঘস্থায়ী ব্যাটারি
উন্নত জয়-কন কন্ট্রোলার এবং হ্যাপটিক ফিডব্যাক
মধ্যরাতে দোকান খুলবে ‘বেস্ট বাই’
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিটেইল চেইন Best Buy জানিয়েছে, কনসোলটির লঞ্চ ডে-তে মধ্যরাতে দোকান খোলা থাকবে যাতে ক্রেতারা সাথে সাথেই কনসোল সংগ্রহ করতে পারেন। এতে বোঝা যাচ্ছে—এই কনসোল নিয়ে গেমারদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, তা বিবেচনায় রেখে রিটেইলাররা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে।
অতিরিক্ত খরচ কিছু অ্যাকসেসরিজে
গেম ও মূল কনসোলের দাম একই থাকলেও, কিছু অতিরিক্ত অ্যাকসেসরিজের জন্য আলাদা খরচ করতে হবে। বিশেষ করে নতুন ধরনের কন্ট্রোলার, চার্জিং ডক ও স্টোরেজ অ্যাড-অনগুলোর জন্য বাজেট রাখতে হবে আলাদা করে।