হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ এক নতুন ফিচার। এবার ইন্টারনেট ছাড়াই বার্তা অনুবাদ করে পড়া যাবে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপে। সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে যুক্ত হয়েছে এই অনুবাদ ফিচার।
হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.১২.২৫ সংস্করণে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে। এখনই সব ব্যবহারকারী এই সুবিধা না পেলেও অল্পসংখ্যক বেটা টেস্টার ইতিমধ্যে এটি ব্যবহার করতে পারছেন।
অফলাইনেই হবে বার্তা অনুবাদ
নতুন এই ফিচারে চ্যাটের সেটিংসে ‘চ্যাট লক’ অপশনের নিচে ‘ট্রান্সলেট মেসেজ’ নামে একটি টগল যুক্ত হয়েছে। এটি চালু করলে ব্যবহারকারী পছন্দের ভাষা নির্বাচন করতে পারবেন। প্রাথমিকভাবে স্প্যানিশ, আরবি, ব্রাজিলিয়ান পর্তুগিজ, হিন্দি ও রুশ ভাষা তালিকায় থাকছে।
ভাষা নির্বাচন করার পর হোয়াটসঅ্যাপ সেই ভাষার জন্য একটি অনুবাদ প্যাক ফোনে ডাউনলোড করে নেবে। এই প্যাক ফোনেই সংরক্ষিত থাকবে এবং ইন্টারনেট ছাড়াই অনুবাদ করবে বার্তা।
গোপনীয়তা অক্ষুণ্ণ থাকবে
চ্যাট অনুবাদ ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড বার্তার গোপনীয়তা বজায় রেখেই কাজ করবে। হোয়াটসঅ্যাপ বা মেটার কোনো সার্ভারে তথ্য পাঠানো হবে না। ফলে ব্যবহারকারীরা নির্ভয়ে এই ফিচার ব্যবহার করতে পারবেন।
কবে আসবে সবার জন্য?
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো ফিচারটি কবে চূড়ান্তভাবে চালু হবে সে বিষয়ে কিছু জানায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচার চালু হলে বহুভাষিক যোগাযোগ হবে আরও সহজ ও নিরাপদ। কাজ করবে দ্রুত, ইন্টারনেট ছাড়াও। আন্তর্জাতিক বন্ধুত্ব, ব্যবসায়িক বার্তা আদান–প্রদান বা বৈচিত্র্যময় কমিউনিটিতে যোগাযোগ—সবই হবে আরও সহজ।
কী থাকছে নতুন ফিচারে:
-
ইন্টারনেট ছাড়াই বার্তা অনুবাদ
-
ফোনেই হবে অনুবাদ, কোনো সার্ভারে নয়
-
এনক্রিপশনে গোপনীয়তা অক্ষুণ্ণ
-
চ্যাট সেটিংসে অনুবাদ টগল
-
পছন্দমতো ভাষা বেছে নেওয়ার সুযোগ
-