নাগরিকের তথ্য ফাঁসের শঙ্কায় বিশেষায়িত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বেসরকারি ব্র্যাক ব্যাংকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের সেবা সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল ইসির কাছে তথ্য আসে দুটো প্রতিষ্ঠান থেকে ডেটা লিক হচ্ছে। আনসার–ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের ডেটা লিংকের ঘটনার প্রমাণ পাই। আমরা নিরাপত্তার স্বার্থে এই দুই লিংকে এনআইডি যাচাই প্রক্রিয়া বন্ধ করে দিয়েছি। তদন্ত চলছে।’
হুমায়ুন কবীর বলেন, ‘একটি প্রতিষ্ঠান যোগাযোগও করেছে। আমরা বলেছি, যথাযথ নিরাপত্তা নিতে হবে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’