কমপিউটেক্স ২০২৫-এ নজর কাড়লো MSI। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে তাদের পরবর্তী প্রজন্মের AI-চালিত QD-OLED গেমিং মনিটর। স্মার্ট টেকনোলজি ও উন্নত ডিসপ্লে প্রযুক্তির এক অভিনব সংমিশ্রণ দেখা গেলো এবার। এসব মনিটর শুধু চোখ ধাঁধানো গ্রাফিকসই নয়, সঙ্গে থাকছে বুদ্ধিমান ইন্টারফেস ও শক্তি সাশ্রয়ের সুবিধাও।
মনিটর এখন আরও ‘বুদ্ধিমান’
নতুন মনিটর সিরিজের অন্যতম আকর্ষণ AI Navigator। এটি এমন একটি স্মার্ট ইন্টারফেস যা পারফরম্যান্স, রঙের মান এবং পাওয়ার সেটিংস—সব নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এক ক্লিকেই। গেমিংয়ের মাঝপথে জটিল সেটিংসে না গিয়ে ব্যবহারকারী সরাসরি প্রয়োজনীয় অপশন বেছে নিতে পারবেন।
এখানেই শেষ নয়। MSI যুক্ত করেছে AI Care Sensor—যা ব্যবহারকারীর উপস্থিতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের উজ্জ্বলতা ও সুরক্ষা ফিচার পরিবর্তন করে। কেউ সামনে না থাকলে মনিটর নিজেই বন্ধ হয়ে যাবে বা সক্রিয় হবে OLED বার্ন-ইন প্রোটেকশন।
বিশ্বের প্রথম ৫০০ হার্জ মনিটর
নতুন সিরিজের সেরা চমক—MPG 271QR QD-OLED X50। এটি বিশ্বের প্রথম ২৭-ইঞ্চি ২কে রেজোলিউশনের গেমিং মনিটর, যার রিফ্রেশ রেট ৫০০ হার্জ পর্যন্ত। ভেতরে রয়েছে Samsung Display-এর ৩য় প্রজন্মের QD-OLED প্যানেল। ফলে গেমাররা পাবেন রঙের নিখুঁত গভীরতা, অতুলনীয় গতির স্বচ্ছতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া।
WQHD (২৫৬০ x ১৪৪০) রেজোলিউশনের এই মনিটরটির ০.০৩ ms GTG রেসপন্স টাইম প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য আদর্শ। পাশাপাশি রয়েছে DisplayHDR True Black 500 এবং VESA ClearMR 21000 সার্টিফিকেশন, যা দ্রুতগতির অ্যাকশনের মাঝেও ছবির তীক্ষ্ণতা বজায় রাখে।
শক্তি সাশ্রয়ে AI
এই মনিটরটির বিশেষ দিক হলো—AI ও এনভায়রনমেন্টাল সেন্সর ফিচার ব্যবহার করে এটি নিজের আচরণ নিজেই সামঞ্জস্য করে নেয়। স্ক্রিনে কেউ না থাকলে উজ্জ্বলতা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় ডিসপ্লে, যাতে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং প্যানেলের আয়ুষ্কালও দীর্ঘ হয়।