কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আগ্রহী তরুণদের জন্য সুখবর। এবার ঘরে বসেই এআইয়ের উপর ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েল বেঙ্গল এআই (Royal Bengal AI)।
এই ইন্টার্নশিপ প্রোগ্রামটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো—এতে কোডিং জানার দরকার নেই, এমনকি পূর্ব অভিজ্ঞতাও জরুরি নয়। শুধুমাত্র এআইয়ের প্রতি কৌতূহলী, শেখার আগ্রহ আছে এমন কলেজ বা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
কী থাকছে এই ইন্টার্নশিপে:
-
💻 সম্পূর্ণ অনলাইন / রিমোট
-
🕐 সপ্তাহে কাজ করতে হবে মাত্র ২০ ঘণ্টা
-
💵 মাসে সম্মানি ১০০ মার্কিন ডলার
-
📜 ইন্টার্নশিপ শেষে আন্তর্জাতিক স্বীকৃত সনদ
-
🌐 অভিজ্ঞ এআই গবেষকদের সাথে সরাসরি কাজ করার সুযোগ
কারা আবেদন করতে পারবেন?
-
বাংলাদেশের যে কোনো কলেজ বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী
-
যাঁদের কোডিংয়ের অভিজ্ঞতা নেই, কিন্তু এআই সম্পর্কে জানার আগ্রহ আছে
-
ইংরেজি ভাষায় সাবলীল না হলেও চলবে
-
গবেষণাধর্মী কাজ, তথ্য বিশ্লেষণ ও ধারণা তৈরিতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
রয়েল বেঙ্গল এআই জানায়, “আমরা এমন ইন্টার্ন খুঁজছি, যারা ভবিষ্যতের প্রযুক্তিকে বোঝার আগ্রহ রাখে। আমরা বিশ্বাস করি, শেখার ইচ্ছাই সবচেয়ে বড় যোগ্যতা।”
আবেদন করার শেষ তারিখ: ৩০ জুন ২০২৫
আবেদন করতে এই লিংকে যান: