মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার কারণে ‘অ্যান্ড্রয়েড কিউ বেটা প্রোগ্রাম’ থেকে চীনভিত্তিক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস মেট ২০ প্রোকে বাদ দিয়েছিল গুগল। তবে নিষেধাজ্ঞা ৯০ দিনের শিথিল করায় এ প্রোগ্রামে ডিভাইসটিকে আবারো যুক্ত করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ফলে মেট ২০ প্রোর ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা পাবেন।
সম্প্রতি হুয়াওয়ের পণ্যের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। নিষেধাজ্ঞা মেনে হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় অর্ধডজনের বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানি, যা হুয়াওয়ের জন্য এক ধরনের ব্যবসায় ঝুঁকি হিসেবে দেখা দেয়। তবে নিষেধাজ্ঞা আরোপের পরদিনই যুক্তরাষ্ট্রে বিদ্যমান গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে মার্কিন সরকার হুয়াওয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তিন মাসের জন্য শিথিল করার ঘোষণা দেয়। যে কারণে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। গুগল তাদের আগের অবস্থান থেকে সরে আসায় হুয়াওয়ে প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড প্লাটফর্মের সব ধরনের নিরাপত্তা ও প্রযুক্তিগত হালনাগাদ পাবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার কারণে এর আগে ওয়াই-ফাই অ্যালায়েন্স, ব্লুটুথ এসআইজি ও এসডি অ্যাসোসিয়েশন হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তবে এ প্রতিষ্ঠানগুলোও নীরবে হুয়াওয়ের পাশে এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে হুয়াওয়ের সদস্যপদ নবায়ন করা হয়েছে। যেকোনো স্মার্টফোন ব্র্যান্ডের জন্য এ তিন প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ তারা ওয়াই-ফাই, ব্লুটুথ ও মাইক্রোএসডি কার্ড ব্যবহারের বৈধতা দেয়।
গুগল হুয়াওয়ের পাশ থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ায় ধারণা করা হচ্ছিল ‘অ্যান্ড্রয়েড পাই’ হবে চীনা ব্র্যান্ডটির ডিভাইসের জন্য সর্বশেষ ওএস সংস্করণ। এ আশঙ্কা আর থাকছে না। অর্থাৎ হুয়াওয়ে ডিভাইসে অ্যান্ড্রয়েডের আসন্ন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড কিউ’ পাওয়া যাবে।
মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা ও নিরাপত্তা নিয়ে অবৈধ চাপের কারণে হুয়াওয়ে এরই মধ্যে তাদের বিকল্প প্রস্তুত করেছে। কাজেই অ্যান্ড্রয়েড সমর্থন বন্ধ হলেও ডিভাইস ব্যবসা নিয়ে খুব একটা জটিলতায় পড়তে হবে না প্রতিষ্ঠানটিকে। হুয়াওয়ে এরই মধ্যে তাদের স্মার্টফোনে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’ ব্যবহারের ঘোষণা দিয়েছে।