এখন পর্যন্ত ঘোষিত ফাইভজি সমর্থিত স্মার্টফোনগুলোর দাম ১ হাজার ডলারের উপরে। তবে অর্ধেক দামে এমন হাই-এন্ডের স্মার্টফোন এনেছে মটোরোলা। মটো জি৪ মডেলটি কয়েক দিন আগে অ্যামাজনে প্রকাশ হয়ে পড়ে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। খবর ম্যাশেবল।
ফাঁস হওয়া মটো জি৪-এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন বেশ চমকপ্রদ। এতে রয়েছে ৬ দশমিক ৪ ইঞ্চির ওএলইডি ওয়াটার ড্রপ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপ, ৪ গিগা র্যাম এবং ১২৮ গিগা স্টোরেজ। পেছনের ক্যামেরাটিতে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর এবং সেলফি ক্যামেরাটি ২৫ মেগাপিক্সেলের।
এছাড়া রয়েছে ৩ হাজার ৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি, ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট, ফেস আনলক ও হেডফোন জ্যাক। এটি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চালিত।
অপারেটর কোম্পানি ভেরাইজন থেকে কিনলে এ ফোনের দাম পড়বে মাত্র ৪৪০ ডলার। চলতি গ্রীষ্মের শেষ নাগাদ ফোনটি বাজারে আসবে। আনলক ফোনের রেগুলার প্রাইস হবে ৪৯৯ দশমিক ৯৯ ডলার।