বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল তাদের নারী কর্মীদের প্রতি পুরুষ নির্বাহীদের অসদাচরণের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে না। এ ধরনের অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে গত বছর নভেম্বরে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মী একযোগে ধর্মঘট পালন করেন। গুগল কর্মীদের ধর্মঘটের অন্যতম সংগঠক এবং নেতৃত্বদানকারী ক্লেয়ার স্টেপেলটন তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
গত এপ্রিলে অভিযোগ ওঠে বিশ্বব্যাপী একযোগে কর্মী ধর্মঘটে নেতৃত্বদানকারীদের প্রতি প্রতিশোধমূলক আচরণ করছে গুগল। বিবৃতিতে এ ধরনের অভিযোগ অস্বীকার করে গুগল জানায়, ক্লেয়ার স্টেপেলটনের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গত শুক্রবার গুগলে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি দেন ক্লেয়ার স্টেপেলটন। তিনি এক পোস্টে লেখেন, গর্ভধারণ তার পদত্যাগের প্রধান কারণ। এছাড়া গুগলে যে বিভাগে কাজ করছিলেন, সে বিভাগের প্রধানের প্রতিশোধমূলক আচরণের শিকার হচ্ছিলেন তিনি। সামগ্রিক দিক বিবেচনায় চাকরি ছেড়েছেন।
তিনি বলেন, যদি আমি সেখানে থেকে যেতাম, তাহলে আমি প্রস্তুত থাকতাম অদূর ভবিষ্যতে আরো বেশি দমন-পীড়ন ও চাপ সৃষ্টি হবে।
গুগল এএফপিকে জানায়, ক্লেয়ার স্টেপেলটনের অভিযোগ তারা গুরুত্ব সহকারে তদন্ত করেছে। তিনি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা প্রতিশোধমূলক আচরণের শিকার হচ্ছিলেন এমন কোনো প্রমাণ মেলেনি। বিশ্বব্যাপী কর্মী ধর্মঘটে নেতৃত্ব দেয়ায় ক্লেয়ারের টিম তাকে ‘কালচারাল অ্যাওয়ার্ড’ প্রদান করেছে। আমরা কোনো পরিস্থিতিতেই প্রতিশোধমূলক আচরণের পক্ষে নই।