মোটরসাইকেল কেনার সময় অনেকেই জ্বালানি খরচের কথা চিন্তা করেন। আর তা চিন্তা করাটাই স্বাভাবিক। তবে এই বিষয়টি নিয়ে যারা এখনো চিন্তা করছেন তাদের জন্য সুখবর। আগামী বছরই বাজারে আসছে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল।
ইলেকট্রিক বাইক কুর্টিস জেসুসের ছবি প্রকাশ করেছে মার্কিন মোটরসাইকেল সংস্থা কুর্টিস। তবে কুর্টিস এবং ব্রিটিশ বাইক সংস্থা ইয়াসা-র যৌথ উদ্যোগে এই ইলেকট্রিক বাইক তৈরি করা হয়েছে। কুর্টিস থেকে প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, বাইকটির কাঠামো সঙ্গে মিল থাকছে মোটরসাইকেল দুনিয়ায় রেকর্ড করা গ্লেন কুর্টিসের বিখ্যাত বাইক ১৯০৭ ভি-এইট মডেলের।
ইলেকট্রিক বাইক কুর্টিস জেসুসে থাকছে আটটি সিলিন্ডার যা সবমিলিয়ে ১৬ দশমিক ৯ কিলোওয়াট বিদ্যুত ধরে রাখতে সক্ষম। এছাড়াও, এর ইঞ্জিন দুইশ ১৭ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। এই ইলেকট্রিক বাইকটি শক্তিশালী টর্ক উৎপাদন করতে সক্ষম। জেসুসের এই মডেলটির সামনে থাকছে অ্যালুমিনিয়াম গ্রিডারের ফর্ক। বাইকের কাঠামো মূলত টাইটেনিয়ামের এবং চাকায় থাকছে কার্বন ফাইবার।
২০২০ সাল নাগাদ এই নতুন জেসুস ইলেকট্রিক মোটরসাইকেলটি বাজারে আসতে চলেছে। এই মোটরসাইকেলটির দাম ধরা হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার।
সূত্র: আনন্দবাজার