নাগরিক জীবনের পরিবহন সমস্যা সমাধানে আশার আলো দেখিয়েছিল বিভিন্ন রাইড শেয়ারিং সার্ভিস। দেশে যেসব প্রতিষ্ঠান এ সার্ভিস দিচ্ছে তার মধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল উবার।
অনলাইন রাইড শেয়ারিং কোম্পানি ‘উবার’ বর্তমানে ড্রাইভার-পার্টনারদের বিভিন্নভাবে শোষণ করে চলেছে। উবার কতৃক এই শোষণের প্রতিবাদে ৮ দফা দাবিতে আজ সোমবার (২৯জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে উবার ড্রাইভার-পার্টনাররা।
তাদের ৮ দফা দাবিগুলো হলো,
১. উবারের অবিল অনুযায়ী (ট্রিপ স্টার্ট করার পর থেকে ট্রিপ শেষ করা পর্যন্ত কিলো+মিনিট হিসাব করে) আমাদের ন্যায্য ভাড়া দিতে হবে।
২. ২৫% কমিশন আমরা মানিনা, কমিশন কমিয়ে ১২% করতে হবে।
৩. গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই আমাদের ভাড়া বৃদ্ধি করতে হবে।
৪. উবার চালকদের নিরাপত্তা ব্যাবস্থা করতে হবে এবং যাত্রী দ্বারা গাড়ীর কোন ক্ষতি হলে সেটার ক্ষতিপূরণ দিতে হবে।
৫, যাত্রীদের করা অভিযোগ যাচাই না করে ড্রাইভারদের বিরুদ্ধে এ্যাকশন নেওয়া যাবে না।
৬. যাত্রীর অ্যাকাউন্টে যাত্রীর ছবি বাধ্যতামূলক থাকতে হবে এবং যাত্রীকে লোকেশন সম্পর্কে প্রাথমিক ট্রেনিং এর ব্যাবস্থা করতে হবে।
৭. সর্বোচ্চ দুই কিলোমিটারের মধ্যে যাত্রীর সাথে ড্রাইভারের কানেক্ট করাতে হবে।
৮. ডেসটিনেশন অপশনটিতে ১০০% ডেসটিনেশনের আশেপাশের ট্রিপ দিতে হবে।
দ্রুত সময়ের মধ্যে তাদের ৮ দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা।