মোটরসাইকেল বিক্রিতে বড় ধাক্কা খেল রয়্যাল এনফিল্ড। ২০১৬ সালের মে মাসের পর এই প্রথম এক মাসে ৫০,০০০ এর কম মোটরসাইকেল বিক্রি করেছে চেন্নাই এর কোম্পানিটি। ২০১৯ সালের জুলাই মাসে মোট ৪৮,৬০৪ টি মোটরসাইকেল বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড। যা ২০১৮ সালের জুলাই মাসের থেকে ২৭ শতাংশ কম। ২০১৮ সালের জুলাই মাসে মোট ৬৭,০০১ টি মোটরসাইকেল বিক্রি হয়েছিল।
২০১৯ সালের এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে কোম্পানির বিক্রি কমেছে ১৯ শতাংশ। এই সময়ে দেশের বাজারে বিক্রি কমেছে ২২ শতাংশ। তবে এই সময়ে কোম্পানির কাছে একমাত্র সুখবর মোটরসাইকেল রপ্তানি। সম্প্রতি লঞ্চ হওয়া ‘রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর’ আর ‘রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ৬৫০’ রপ্তানিতে গতি এসেছে।
২০১৯ সালের জুলাই মাসে মোট ৫,০০৩ টি মোটরসাইকেল রপ্তানি করেছে কোম্পানিটি। যা ২০১৮ সালের জুন মাসের তুলনায় ১৪৩ শতাংশ বেশি। ২০১৮ সালের জুলাই মাসে মোট ২,০৬২ টি মোটরসাইকেল রপ্তানি করেছিল ভারতের কোম্পানিটি। এপ্রিল থেকে জুলাই মাসের ত্রৈমাসিকে রপ্তানি বেড়েছে ৮৪ শতাংশ। এই তিন মাসে মোট ১৪,১৬২ টি মোটরসাইকেল রপ্তানি করেছে রয়্যাল এনফিল্ড।