যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিবেচনায় এনে উবারের লাইসেন্সের মেয়াদ ২০১৭ সালে মাত্র ১৫ মাস বাড়ায় আদালত। বেঁধে দেয়া সময় পার হয়েছে গত বুধবার। এরপর মাত্র দুই মাসের জন্য লাইসেন্স বাড়ানোর আবেদন করেছে উবার।
উবার তাদের লন্ডনে লাইসেন্সের মেয়াদ মাত্র দুই মাস বাড়ানোর আবেদন করায় অনেকে অবাক হয়েছেন। তাদের মনে প্রশ্ন ঘুরছে, তাহলে কি উবার লন্ডনে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে? বা লন্ডন ছেড়ে চলে যাচ্ছে?
প্রতিষ্ঠানটি জানিয়েছে, উবার তাদের লন্ডনে লাইসেন্সের মেয়াদ মাত্র দুই মাস বাড়ানোর আবেদন করেছে। তাদের আরো কিছু তথ্য দিতে হবে বলে সাময়িকভাবে সময় বাড়ানোর এমন আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের সবচেয়ে বড় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান এখন উবার। ২০১৬ সালে বাংলাদেশেও উবার তাদের কার্যক্রম শুরু করে লাইসেন্স না নিয়েই। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধও করেছিল। কিন্তু পরে রাইড শেয়ারিং নীতিমালা করা হলে দেশে লাইসেন্সের জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি।