পুরোপুরি স্বচালিত গাড়ি বানানোর লক্ষ্যে কম্পিউটার-ভিশন স্টার্টআপ ডিপস্কেলকে কিনতে যাচ্ছে টেসলা।
লিঙ্কডইনে ডিপস্কেল প্রধান ফরেস্ট ইয়ানডোলা জানিয়েছেন এ সপ্তাহেই টেসলার অটোপাইলট দলে যোগ দিয়েছেন তিনি। প্রোফাইলে তার পদ বলা হয়েছে ‘মেশিন লার্নিং বিজ্ঞানী দলের জেষ্ঠ্য কর্মকর্তা’– খবর বিজনেস ইনসাইডারের।
চুক্তির ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি টেসলা বা ডিপস্কেল কোনো প্রতিষ্ঠানই।
স্বচালিত গাড়ির ক্ষেত্রে ক্যামেরার ওপরই বেশি নির্ভর করছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের গাড়িতে ব্যবহার করা হবে না লিডার সেন্সর, যা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর স্বচালিত গাড়ির মূল সেন্সর।
গাড়ির চারপাশে বিভিন্ন বস্তু শনাক্ত করতে আলোর স্পন্দন পাঠিয়ে থাকে লিডার সেন্সর। স্বচালিত গাড়ির জন্য এই সেন্সরের কোনো দরকার নেই বলে আগেই মন্তব্য করেছেন টেসলা প্রধান ইলন মাস্ক।
প্রতিষ্ঠানটির মত, গাড়ি যদি দ্রুত এবং যথেষ্ট নিখুঁতভাবে তার চারপাশটা ‘দেখতে ও বুঝতে’ পারে তাহলে লিডার সেন্সরের কোনো দরকার নেই।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রসেসর ব্যবহার করে উচ্চ-মানের কম্পিউটার ভিশন তৈরি করে ডিপস্কেল-এর প্রযুক্তি। আর এতে শক্তি খরচ হয় খুব কম।