বাজার দখলে নতুন মডেলের একটি পালসার সিরিজের বাইক নিয়ে হাজির বাজাজ। নাম রাখা হয়েছে পালসার এনএস ১৬০।
সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছে ২০২০বিএস৬ বাজাজ পালসার এনএস ১৬০ -এ ১৭ বিএইচপি শক্তি পাওয়া যাবে। বিএস৪ মডেলে 15.5 bhp শক্তি পাওয়া যেত। আগের মতোই বিএস৬ ভেরিয়েন্টে একটি ১৬০সিসি ইঞ্জিন থাকবে।
১.৫ বিএইচপি বেশি শক্তির কারণে এই মুহূর্তে ১৬০সিসি সেগমেন্টের সবথেকে শক্তিশালী মোটরসাইকেলের তকমা ছিনিয়ে নিতে চলেছে নতুন বাজাজ পালসার এনএস ১৬০ । নতুন পালসার -এ সুজুকি জিক্সার ১৫৫, টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি, ইয়ামাহা এফজেড-এস ও হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর এর থেকে বেশি শক্তি পাওয়া যাবে।
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ -র ১৫৯.৪সিসি অয়েল কুলড ইঞ্জিনে ১৬.৫৫ বিএইচপি শক্তি পাওয়া যায়। অন্যদিকে জিক্সার এ রয়েছে একটি ১৫৫সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৪.৬ শক্তি মিলবে। হোন্ডা সিবি হর্নেট ১৬০আর -এর ১৬২.৭ সিসি ইঞ্জিনে সর্বোচ্চ ১৫.৬৬বিএইচপি শক্তি পাওয়া যায়।
এই মুহূর্তে বিএস৬ ইঞ্জিনে বাজাজ পালসার এনএস ১৬০ এর দাম শুরু হচ্ছে ৮৩,000 রুপি থেকে। বিএস৬ ভেরিয়েন্টে ১ লক্ষ রুপির আশেপাশে এই মোটরসাইকেল লঞ্চ হতে পারে।