অন্যতম মোটরবাইক কোম্পানি ট্রায়াম্ফ মোটরসাইকেল তাদের ভারতীয় বাজারে নিজেদের নতুন বাইক টাইগার ৯০০ লঞ্চ করে দিয়েছে। জানা গেছে যে এটি টাইগার ৮০০ এর উত্তরসূরি হিসেবে বাজারে আনা হয়েছে। এই বাইকটি ভারতে একটি সিবি ইউনিট ( সম্পুর্ণরূপে প্রস্তুত ইউনিট) হিসেবে পাওয়া যাবে। টাইগার ৯০০ মে মাসে চালু হওয়ার কথা ছিল। কিন্তু মহামারীর কারনে কোম্পানি তাকে লঞ্চ করতে পারেনি। তবে বিগত কিছু মাসে এই সংস্থা বেশ কিছু নতুন বাইক লঞ্চ করেছিল।
বাইকটিতে ৯০০ সিসি এর ইনলাইন-ট্রিপল ইঞ্জিন টি নতুন সিয়ামীর লাইনার ডিজাইনে দেওয়া হয়েছে, কোম্পানির দাবি যে এটি বাইকের শক্তি ও টর্ক প্রস্তুত ক্ষমতা বাড়িয়ে দেবে। ইঞ্জিনটি ৯৩.৯ পিএস এর পাওয়ার এবং ৮৭ এনএম এর টর্ক প্রস্তুতে সক্ষম। এছাড়া বাইকটির ইঞ্জিনে ৬ স্পিড ট্রান্সমিশন দেওয়া হয়েছে।
নতুন টাইগার ৯০০ তে অনেক আপডেট করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। এটিতে চার ভিন্ন ইনফরমেশন লে আউট এবং রঙের টীএফ টী ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। এছাড়া দেওয়া হয়েছে গো প্রো কন্ট্রোল, হীটেড গ্রিপ্স এবং হীটেড সিটস এর My Triumph কানেক্টিভিটি যুক্ত এক সিস্টেম। যার ফলে গ্রাহক বাইকটির উষ্ণতা , টায়ারের চাপ সম্পর্কে জানতে পারবেন। এছাড়া বাইকটিতে ইলেকট্রনিক ক্রুজ কন্ট্রোল এবং বাই ডাইরেশনাল ক্লক শিফটারের মতো বহু নতুন ফিচার ও দেওয়া হয়েছে।