জারে নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা। এটি বিএস ইঞ্জিনের হর্নেট। ২৭ আগস্ট ভারতের বাজারে মোটরসাইকেলটি উন্মুক্ত করা হবে। এর আগে হোন্ডা এক্স ব্লেডের বিএস ৬ ইঞ্জিনের নতুন বাইক বাজারে এনেছিল।
রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়াম এন্ট্রি লেভেল ক্যাটেগরিতে টিভিএস এবং বাজাজ-কেটিএমকে টেক্কা দিতে হর্নেট বাইকটি পুরনো ১৬০ সিসির পরিবর্তে ২০০ সিসির ইঞ্জিনে আসবে।
গতবছর হোন্ডা সিবিআর ১৫০আর এক্স মোশন বাইকটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি বিএস ৬ নিয়মাবলী অনুসরণ করে হোন্ডা সিবি ৩০০আর বাইকটিকেও এখনও আপগ্রেড করা হয়নি।
ফলে এই দুই বাইকেরও আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এটা নিশ্চিত যে, হোন্ডা নতুন কোনো স্কুটার লঞ্চ করছে না।