কাওয়াসাকি নিনজা এইচ ২ কার্বন বি এস ৬ একটি ব্যয়বহুল বাইক যা পাওয়া যাবে সামনের বছরের ফেব্রুয়ারিতে। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক উক্ত বাইকটির ফিচার নিয়ে।
এই বাইকটির বডি টাইপ সুপার বাইক। সেল্ফ স্টার্ট রয়েছে সাথে, আরো আছে ডিজিটাল স্পিডোমিটার, ট্রিপ মিটার। ২ চাকাতেই হাইড্রুলিক ব্রেক রয়েছে। পেট্রোল এর মাধ্যমে চলবে বাইকটি। উক্ত বাইকটির ৯৯৮ সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে। সর্বোচ্চ শক্তি ২৩১ পি এস @ ১১৫০০ আর পি এম। সর্ব্বোচ্চ টর্ক ১৪১.৭ এন এম @১১০০০ আর পি এম। স্ট্রোক ৫৫ মিলিমিটার। উক্ত বাইলটির সাথে থাকছে ৬ টি গিয়ার। এখানে রয়েছে টিউবলেস টায়ার। টায়ার সাইজ ফ্রন্ট: ১২০/৭০-১৭ রিয়ার: ২০০/৫৫-১৭। এছাড়া হুইল সাইজ ফ্রন্ট : ৪৩১.৮ মিলিমিটার রিয়ার : ৪৩১.৮ মিলিমিটার। এই বাইকটির লেংথ: ২০৮৫ মিলিমিটার, হুইলবেজ: ১৪৫৫ মিলিমিটার, হাইট: ১১২৫ মিলিমিটার, সিট হাইট: ৮২৫ মিলিমিটার, ফুয়েল ক্যাপাসিটি : ১৭ লিটার। পেছনে রয়েছে এল ই ডি লাইট। এছাড়া সিগন্যাল লাইট ও এল ই ডি। বেশ হাই কনফিগার এর বাইকটি।
কাওয়াসাকি নিনজা এইচ ২ কার্বন বি এস ৬ এর মূল্য:
উক্ত বাইকটির মূল্য ধরা হয়েছে ৩৪.৯৯ লক্ষ ভারতীয় রুপি। ব্যয়বহুল বাইকটির জন্য বাইক প্রেমীরা অধির আগ্রহে অপেক্ষা করছে।