মিড ভেরিয়েন্টের এই বাইকটিতে অসাধারণ স্টাইলিশ করেছে বাইকটি। এই বাইকটির লঞ্চ হতে চলেছে ডিসেম্বরের ১২ তারিখে। চলুন দেখে নেওয়া যাক এই বাইকটির ফিচার।
ইভোক মোটরসাইকেল আরবান ক্লাসিক এস টি ডি এ বডি টাইপ থাকবে ইলেক্ট্রিক বাইক। সাথে থাকছে সেল্ফ স্টার্ট। এখানে থাকছে ডিজিটাল ট্রিপ মিটার, ওডোমিটার, স্পিডোমিটার, কনসোল এবং ঘড়ি। সামনে ও পিছনে থাকছে এ বি এস ডিস্ক ব্রেক। ফুয়েল টাইপ থাকছে ইলেক্ট্রিক, এছাড়া ইঞ্জিনের সর্বোচ্চ টর্ক রয়েছে ১১৬.৬ এন এম। ব্রেকিং টাইপ থাকছে কম্বি ব্রেক সিস্টেম। চেসিস সাসপেনসান থাকছে ফ্রন্ট : ৪২ মিলিমিটার এর ইনভার্টেড ফর্ক, ডুয়েল সক ও ফ্রন্ট : সিংগেল মোনো, সক। এই বাইকটিতে থাকছে টিউবলেস টায়ার। টায়ার সাইজ সামনে: ১১০/৭০-১৭, পেছনে : ১৮০/৫৫-১৭।
হুইল সাইজ সামনে: ৪৩১.৮ মিলিমিটার, পেছনে : ৪৩১.৮ মিলিমিটার। উক্ত বাইকটির লেংথ : ২০৩০ মিলিমিটার, উইডথ : ৭১০ মিলিমিটার, সিট হাইট : ৭৬০ মিলিমিটার। সামনের ব্রেক ডায়ামিটার : ৩০০ মিলিমিটার, পিছনের ব্রেক ডায়ামিটার : ২৪০ মিলিমিটার। হুইলবেজ : ১৩৮০ মিলিমিটার। এই বাইকটির পেছনে এবং ইন্ডিকেটর লাইটগুলো হবে এল ই ডি। উক্ত বাইকটির মোটর পাওয়ার ১৯০০০ ওয়াটের এবং এটি ২০০ কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে। ইভোক মোটোরসাইকেল আরবান ক্লাসিক এস টি ডি বাইকটি পাওয়া যাবে শুধুমাত্র নীল রং এ। এবং এই বাইকটির মূল্য দেওয়া হয়েছে ৬.৫০ লক্ষ ভারতীয় রুপি।