হোন্ডা কোম্পানীটি জনপ্রিয় একটি ব্র্যান্ড যার অজানা কারো নয়। সেই আলোচিত ব্র্যান্ডটিই আমাদের মাঝে নিয়ে আসছে হোন্ডা রেবেল ৫০০ এস টি ডি নিয়ে যার লঞ্চ হতে চলেছে চলতি মাসের ২২ তারিখে।
চলুন এই বাইকটিতে কি দেওয়া আছে তা নিয়ে আলোচনা করা যাক:
হোন্ডা রেবেল ৫০০ এস টি ডি একটি মিড ভেরিয়েন্টের বাইক যার ৪ টি রং এ পাওয়া যাবে সেগুলো হল: লাল, নীল, কালো এবং ধূসর। এই বাইকটির বডি টাইপ হবে ক্রুইজার বাইক। স্পিডোমিটার, ওডোমিটার, কনসোল, ট্রিপ মিটার হবে ডিজিটাল এবং সিংগেল টাইপের সিট হবে বাইকটির। সেল্ফ এর মাধ্যমে চালু করা যাবে বাইকটির। ইঞ্জিন টাইপ হবে লিকুইড কুলড, ৪৭১ সি সি এর ইঞ্জিন দেওয়া হবে বাইকটিতে। সর্ব্বোচ্চ পাওয়ার হবে ৪৭.৫ পি এস ৮৫০০ আর পি এম, সর্ব্বোচ্চ টর্ক : ৪৩.৩ এন এম ৬০০০ আর পি এম, বোর: ৬৭ মিলিমিটার, স্ট্রোক: ৬৬.৮ মিলিমিটার। এছাড়া ৬ টি গিয়ার স্পিড থাকবে উক্ত বাইকটিতে। পেট্রোল দ্বারা চালনা করা হবে বাইকটির, সামনে এবং পেছনে থাকবে ডিস্ক ব্রেক।
এই বাইকটির টিউবলেস টায়ার হবে এবং টায়ারের সাইজ হবে ফ্রন্ট: ১৩০/৯০-১৬, রিয়ার: ১৫০/৮০-১৬। হুইলবেজ সাইজ হবে ফ্রন্ট : ১৬ ইঞ্চি, রিয়ার : ১৬ ইঞ্চি। এই বাইকটির লেংথ হবে ২২০৫ মিলিমিটার, হুইলবেজ : ১৪৯০ মিলিমিটার, হাইট: ১০৯০ মিলিমিটার, সিট হাইট: ৬৯০ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১২৫ মিলিমিটার, উইডথ : ৮২০ মিলিমিটার, কার্বের ওজন হবে ১৯১ কেজি। ফ্রন্ট ব্রেক ডায়ামিটার : ২৯৬ মিলিমিটার, রিয়ার ব্রেক ডায়ামিটার : ২৪০ মিলিমিটার। ১১.২ লিটার পর্যন্ত পেট্রোল ধারন করতে পারবে বাইকটির টাংকটিতে। সিগন্যাল এবং পেছনের লাইটগুলো হবে এল ই ডি।
হোন্ডা রেবেল ৫০০ এস টি ডি বাইকের প্রত্যাশিত মূল্য ৪.৫০ লক্ষ ভারতীয় রুপি। মিড ভেরিয়েন্টের বাইক অনুযায়ী বেশ ভাল ফিচার দেওয়া হয়েছে এই বাইকটিতে।