হোন্ডা বাইক ব্র্যান্ড আমাদের বেশ পরিচিত এবং আস্থা রাখার মত ব্র্যান্ড। যার নতুন সংযোজন করা হল হোন্ডা ২০২১ সিবি ১০০০ আর এসটিডি বিএস৬। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে । সচরাচর হোন্ডার এমন লুকিং প্রায় নেই বললেই চলে। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক এই বাইকটির।
হোন্ডা ২০২১ সিবি ১০০০ আর এসটিডি বিএস৬ বাইকটির বডি টাইপ হবে কেফ রেসার বাইক। স্প্লিট টাইপের সিট হবে উক্ত বাইকটির। এটির স্পিডোমিটার, ট্রিপ মিটার ,কনসো্ল, ওডোমিটার হবে ডিজিটাল। এই বাইকটির সামনের এবং পিছনের ব্রেক হবে ডিস্ক ব্রেক । সেলফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। এছাড়া এই বাইকটির ইঞ্জিন টাইপ হবে লিকুইড কুলড এবং ৯৯৮ সিসি এর ইঞ্জিন হবে এটির। এমিসন টাইপ হবে বিএস৬।এছাড়া এই বাইকটির সর্ব্বোচ্চ পাওয়ার : ১৪৫.৪৮ পিএস@১০৫০০ আরপিএম, সর্ব্বোচ্চ টর্ক : ১০৪এনএম@৮২৫০ আরপিএম। বোরঃ ৭৫ মিলিমিটার, স্ট্রোকঃ ৫৬.৫ মিলিমিটার। ৬ টি গিয়ার থাকবে এই বাইকটিতে, পেট্রোল এর সাহায্যে চলবে এই বাইকটি এবং মাইলেজ হবে ১৭.১ কিলমিটার পার লিটার। উক্ত বাইকটিতে থাকবে টিউবলেস টায়ার। যার টায়ার সাইজ হবে ফ্রন্টঃ ১২০/৭০-১৭, রিয়ারঃ ১৯০/৫৫-১৭। হুইল সাইজ হবে ফ্রন্টঃ ৪৩১.৮ মিলিমিটার এবং রিয়ারঃ ৪৩১.৮ মিলিমিটার উক্ত বাইকটির। তাছাড়া উক্ত বাইকটির হাইট হবে ১০৯০ মিলিমিটার, উইডথঃ ৭৮৯ মিলিমিটার, হুইলবেজঃ ১৪৫৫ মিলিমিটার, লেংথঃ ২১২০ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সঃ ১৩৫ মিলিমিটার, সিট হাইটঃ ৮৩০ মিলিমিটার, ফ্রন্ট ব্রেক ডায়ামিটারঃ ৩১০ মিলিমিটার, রিয়ারঃ ২৫৬ মিলিমিটার এবং বাইকটির ওজন হবে মাত্র ২১২ কেজি। লাল , সাদা এবং কালো রং এ পাওয়া যাবে এই বাইকটি।
হোন্ডা ২০২১ সিবি ১০০০ আর এসটিডি বিএস৬ এর মূল্যঃ
চলতি বছরের ফেব্রুয়ারী মাসেই লঞ্চ করা হবে উক্ত বাইকটির এবং এই বাইকটির প্রত্যাশিত মূল্য ১৪.৪৬ লক্ষ ভারতীয় রুপী।