ট্রায়াম্ফ বাইকের মিড রেঞ্জের বাইক আসছে ট্রায়াম্ফ স্ট্রিট স্ক্র্যাম্বলার এস টি ডি বিএস৬। এই বাইকের লঞ্চ হতে চলেছে ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে। পূর্বের বাইকগুলোর মত এটিতে ও বেশ ভাল মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সাদা, লাল এবং সবুজ রঙ এ পাওয়া যাবে এই বাইকটি।
চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক এই বাইকটির সম্পর্কে।
ট্রায়াম্ফ স্ট্রিট স্ক্র্যাম্বলার এস টি ডি বিএস৬ বাইকটির বডি টাইপ হবে স্পোর্টস ন্যাকেড বাইক। সিঙ্গেল টাইপের সিট হবে উক্ত বাইকটির। এটির স্পিডোমিটার, ট্রিপ মিটার ,কনসো্ল, ওডোমিটার হবে ডিজিটাল। এই বাইকটির সামনের এবং পিছনের ব্রেক হবে ডিস্ক ব্রেক । সেলফ এর মাধ্যমে চালু করতে হবে এই বাইকটির। এছাড়া এই বাইকটির ইঞ্জিন টাইপ হবে ২৭০ ডিগ্রী ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল প্যারালেল। এবং ইঞ্জিনটি হবে ৯০০ সি সি এর। এমিসন টাইপ হবে বিএস৬। এছাড়া এই বাইকটির সর্ব্বোচ্চ পাওয়ার : ৬৫ পিএস@ ৭৫০০ আর পি এম । সর্ব্বোচ্চ টর্ক ঃ ৮০ এন এম@ ৩২০০ আর পি এম। বোরঃ ৮৪.৬ মিলিমিটার, স্ট্রোকঃ ৮০ এন এম। ৫ টি গিয়ার থাকবে এই বাইকটিতে । উক্ত বাইকটিতে থাকবে টিউবলেস টায়ার। টায়ার সাইজ হবে ফ্রন্টঃ ১০০/৯০-১৯ এবং রিয়ারঃ ১৫০/৭০-আর১৭। হুইল সাইজ ফ্রন্টঃ ৪৮২.৬ মিলিমিটার, রিয়ারঃ ৪৩১.৮ মিলিমিটার। তাছাড়া উক্ত বাইকটির সিট হাইট হবে ৭৯০ মিলিমিটার, ফ্রন্ট ব্রেক ডায়ামিটারঃ ৩১০ মিলিমিটার, রিয়ারঃ ২৫৫ মিলিমিটার এবং বাইকটির ওজন হবে মাত্র ২০৩ কেজি। হাইটঃ ১১৮০ মিলিমিটার, উইডথঃ ৮৩৫ মিলিমিটার, লেংথ ২১২৫ মিলিমিটার এবং হুইলবেজ হবেঃ ১৪৪৫ মিলিমিটার। পেট্রোল এর মাধ্যমে চলবে উক্ত বাইকটি।
ট্রায়াম্ফ স্ট্রিট স্ক্র্যাম্বলার এস টি ডি বিএস৬ এর মূল্যঃ
এই বাইকটির প্রত্যাশিত মূল্য ৮.৫৫ লক্ষ ভারতীয় রুপী যার বাংলাদেশী মূল্য ৯,৯০,০৮৩ টাকা।