এতদিন ৩৫০ সিসির সেগমেন্টে আধিপত্য ছিল রয়েল এনফিল্ডের। এবার সেই রাজত্বে ভাগ বসাতে হোন্ডা আনছে ৩৫০ সিসির বাইক। মডেল হোন্ডা হাইনেস সিবি৩৫০।
এই প্ল্যাটফর্মে হোন্ডা একাধিক মডেল লঞ্চ করতে পারে। তবে আপাতত হোন্ডা এই সেগমেন্টে নতুন মডেল লঞ্চ করছে। আর সেই মডেল-এর ফার্স্ট লুক প্রকাশ করে দিল প্রতিষ্ঠানটি।
পাওয়ারড বাই লিগাসি হেয়ার টু ক্রিয়েট স্টোরিজ ট্যাগলাইন দিয়ে সেই মডেল-এর টিজার প্রকাশ করল হোন্ডা। টিজার থেকেই জানা গিয়েছে, নতুন এই মডেল লঞ্চ করবে ১৬ ফেব্রুয়ারি। তবে নতুন এই মডেল-এর নাম এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।
তবে মনে করা হচ্ছে, হোন্ডা সিবি৩৫০-এর প্ল্যাটফর্মে ক্যাফে রেসার মোটরসাইকেল হতে পারে সেটি। ৩৫০ সিসি সেগমেন্টের সেগমেন্টের মোটরসাইকেল এটি। ২১ বিএইচপি পাওয়ার ও ৩০ নিউটন মিটার টর্ক জেনারেট করবে সেই ইঞ্জিন। ফাইভ স্পিড গিয়ার বক্স থাকবে সেই মডেলে।
দামের ব্যাপারে সংস্থার তরফে এখনও কিছুই জানানো হয়নি। নতুন মডেল ডিএলএক্স ও ডিএলএক্স প্রো- এই দুই ভ্যারিয়েন্ট-এ আসছে। রাইডার আপরাইট বডি পজিশন থেকেও অনায়াসে হ্যান্ডেল রিচ করতে পারবেন। একেবারেই ঝুঁকতে হবে না।